হাসপাতালে ভর্তি ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র
হাসপাতালে ভর্তি ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তার শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বেশকিছু জটিলতা দেখা দিলে তাকে ২২ ডিসেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
অভিনেতার বড় ছেলে মিঠুন মিত্র জানান, বাবার অবস্থা ভালো নেই। বয়সের সঙ্গে কিছু শারীরিক জটিলতা রয়েছে। পরীক্ষা-নীরিক্ষার পর তার ফুসফুসে সমস্যা ধরা পড়েছে। বর্তমানে অক্সিজেনের সঙ্গে ইন্টারনাল রক্তক্ষরণ হচ্ছে, প্লাটিলেটও কমে গেছে। ধীরে ধীরে তার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।
শরীরে অক্সিজেন না পাওয়াতে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে কেবিনে নেওয়া হয়েছিল। এখন আবার এইচডিইউতে রাখা হয়েছে। অবস্থা অবনতির দিকেই যাচ্ছে। তবে চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রবীর মিত্রের দুই হাঁটুতে সমস্যার কারণে দীর্ঘ ১৬ বছর ধরে ভীষণ অসুস্থ তিনি। বড় ছেলে মিঠুন ও মেজ ছেলে নিপুণের কাছে রাজধানীর ধানমন্ডির একটি বাসাতে থাকতেন তিনি। একটি নির্দিষ্ট কক্ষের বাইরে তিনি সাধারণত যেতেন না। অসুস্থ এই অভিনেতার খোঁজখবর নিতেন না দীর্ঘদিনের কর্মস্থলের প্রিয়জনরাও, এমন অভিযোগ তার পরিবারের।
১৯৬৯ সালে ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রূপালী জগতে আসেন প্রবীর মিত্র। সিনেমাটি মুক্তি পায় ১৯৭১ সালে। ক্যারিয়ারের শুরুতে কয়েকটি সিনেমায় নায়ক হিসাবে কাজ করলেও পরে চরিত্রাভিনেতা হিসাবে দর্শকপ্রিয়তা পান তিনি। দীর্ঘ ৫ দশকের ক্যারিয়ারে চারশ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
১৯৮২ সালে ‘বড় ভালো লোক ছিল’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ‘আজীবন সম্মাননা’তেও ভূষিত হয়েছেন এ অভিনেতা। তবে একুশে পদক কিংবা স্বাধীনতা পদক পাননি তিনি। সর্বশেষ এ অভিনেতাকে ২০২৩ সালে মুক্তিপাপ্ত ‘বৃদ্ধাশ্রম’ নামে একটি সিনেমায় দেখা গেছে।