× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার
Image

প্রয়াত প্রধান বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘চারুলতা পদক’-২০২৪ প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত


আমাদের শিল্প-সাহিত্য, ইতিহাস, ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করে ২০ ডিসেম্বর ২০১০ সাল থেকে কাজ করে যাচ্ছে নিয়মিত ভাবে চারুলতা সংস্কৃতি সংসদ। শুরু থেকেই সুস্থ শিল্প সাহিত্য, উন্নয়ন ও সামাজিক সচেতনতাসহ সাহিত্যসভা, কবি-সাহিত্যিকদের স¦রণের অনুষ্ঠান ও প্রতিভা বিকাশে গুণী মানুষদের বিশেষ হিসেবে ‘চারুলতা পদক’ প্রদানের মাধ্যমে আজোও কাজ করছে। সংগঠনের ধারাবাহিকতায় প্রয়াত প্রধান বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, ‘চারুলতা পদক’-২০২৪ প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, সন্ধ্যা ৬টায়, বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না। স্মৃতিচারণ করেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের সাবেক তথ্য সচিব ও প্রয়াত প্রধান বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদের উত্তরসূরী সৈয়দ মার্গুব মোর্শেদ। সভাপতিত্ব করেন সংগঠক, নাট্যকার, নির্মাতা ও কবি রানা হোসেন। প্রধান আলোচক হিসেবে ছিলেন : এ্যাডভোকেট লতিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন : কবি আল হাফিজ, কবি শামস আরেফিন। বক্তব্য রাখেন: ঢাকা মহানগর দক্ষিণ শাখা’র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন: কবি শান্তনা মিঠু। আবৃত্তি পরিবেশন করবেন: সৈয়দ ইসমাত তোহা ও বশিরুল আলম নান্নু সহ অনেকে। উপস্থাপনায়: আসমা মালিহা। পবিত্র কোরআন তেলাওয়াত করেন: মৃদুল ইবনে হোসেন। ‘চারুলতা পদক’-২০২৫ প্রদান করা হয় চৌধুরী বাগদাদ (সাংবাদিক)  ‘চারুলতা পদক’-২০২৫ প্রদান করা হয় যারা এবছর পাচ্ছেন তারা হলেন: এস. এম. মাসুদ রানা আতাউর (শিক্ষাসেবা), লিটন হাফিজ চৌধুরী (সুরকার ও সংগীত শিল্পী) , সুলতানা রুবি(সাহিত্যিক) , নাজমা আহমেদ পিংকি (শিশু সাহিত্যিক) , নুরুন নাহার রীনা (কবি ও সাহিত্যিক) ,শামীম মাহমুদ (তরুণ রাজনীতিবিদ), সুরাইয়া কাজী (কবি ও কথাসাহিত্যিক) ,হাসান জাকির (কবি ও কথাশিল্পী) ,চৌধুরী বাগদাদ (সাংবাদিক) ,তরিকুল ইসলাম তরুণ (সাংবাদিক) , দোলন ইমাম (নৃত্যপরিচালক) ।

৩ দিন আগে

Image

ঘোষণার আগে বিয়ের খবর ছড়িয়ে পড়ায় বিব্রত পড়শী, খবরটা প্রকাশ্যে আনতে চাননি


পড়শী-নিলয়ের গল্পটা ১৬ বছরের পুরোনো। একই রিয়েলিটি শোতে প্রতিযোগী ছিলেন দুজন। সেই আসরে পড়শী হন দ্বিতীয় রানারআপ আর সেরা ছয়ে গিয়ে বাদ পড়ে যান নিলয়। এরপর ১৬ বছরের বেশি দেশেই গানে গানে পার করে দিয়েছেন পড়শী। অন্যদিকে রিয়েলিটি শোর দুই বছর পর ২০১০ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নিলয়। তবে দুই দেশের বাসিন্দা হয়েও তাঁদের একসূত্রে গেঁথে রাখে প্রেম। একপর্যায়ে গত ৪ মার্চ পড়শীর উত্তরার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের কাজটাও সেরে ফেলেন তাঁরা। খবরটা প্রকাশ্যে আনতে চাননি তাঁরা। নানা সূত্র থেকে নিশ্চিত হয়ে গত রোববার অনলাইনে খবরটি প্রকাশ করে প্রথম আলো। এরপরই গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে আনুষ্ঠানিকভাবে ভক্তদের সুখবরটি দেন পড়শী। ফেসবুকে গায়িকা লিখেছেন, ‘“ক্ষুদে গানরাজ” প্রতিযোগিতায় আমাদের পরিচয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি। এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্ত।’পড়শী - নিলয়ফেসবুক পোস্টে পড়শী আরও লিখেছেন, ‘২০২৪-এ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছুদিনের জন্য দেশে এসেছিল হামিম নিলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আক্‌দ হয়। যেহেতু আমরা দুজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও। সব ঠিক থাকলে শিগগিরই নিলয়ের দেশে আসার কথা রয়েছে। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে।’পরে বিয়ে প্রসঙ্গে পড়শীর বড় ভাই স্বাক্ষর এহসান বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি পড়শী ও নিলয়ের আনুষ্ঠানিক ফটোশুট হবে। ইচ্ছা ছিল, ফটোশুটের সেই স্থিরচিত্র প্রকাশ করে বিয়ের খবরটি সবাইকে জানাব। কিন্তু তা আর হলো কই।’ এহসান জানালেন, আগামী ২৭ অথবা ২৮ ফেব্রুয়ারি দুই পরিবার পড়শী ও নিলয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের কথা ভাবছে। কোনো কারণে যদি সেদিন অনুষ্ঠান করা সম্ভব না হয়, তাহলে ঈদের পর এ আয়োজন করা হবে।গান ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন পড়শী। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন পড়শী। গত বছর ইমরানের সঙ্গে তাঁর দ্বৈত গান ‘কথা একটাই’ আলোচিত হয়। দুই বছর আগে অভিনয়েও নাম লিখিয়েছেন পড়শী। ‘মারিয়া ওয়ান পিস’ নামের নাটকটিতে পড়শীর সহশিল্পী ছিলেন ঋষি কৌশিক। এরপর বিশেষ দিবস উপলক্ষে নির্মিত বেশ কয়েকটি নাটকে তাঁকে দেখা গেছে। এ বিষয়ে পড়শীর ভাই এহসান বলেন, ‘দুই বছর ধরে নাটকে অভিনয় করছে পড়শী। এখন অনেক চিত্রনাট্য আসে। অনেক সময় সবকিছু পছন্দ না হলেও অনুরোধের কারণে সেই নাটকে পড়শীকে অভিনয় করতে হয়। কিন্তু সে চায় সবকিছু মিলে গেলেই অভিনয় করতে। প্রযোজনা করলে এমনটা সম্ভব। তাই পারিবারিকভাবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ঈদে প্রচারের লক্ষ্যে এখন গল্প লেখার কাজ চলছে, এটি বানাবেন মহিদুল মহিম।

১ সপ্তাহ আগে

Image

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল


হানিফ সংকেত : এই ঘটনার পর এখন পর্যন্ত আমি কারও সঙ্গে কথা বলিনি। আসলে আমরা কোনো মাঠে এই অনুষ্ঠানের রেকর্ডিং করি না। সাধারণত যেকোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা দেশের কোনো ঐতিহ্যবাহী স্থানে আমরা অনুষ্ঠানটা করি। প্রতিটি জায়গারই আলাদা একটা বৈশিষ্ট্য থাকে। ঠাকুরগাঁওয়ে এ রকম কিছু নেই। তারপরও আমরা জানতে পেরেছি, রানীশংকৈল উপজেলায় টংকনাথের রাজবাড়ি নামে একটি জমিদারবাড়ি আছে, যেটা খুবই বিখ্যাত, প্রত্নতত্ত্ব নিদর্শনও। আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটা সংরক্ষণও করেছে। এরপর আমরা ওখানকার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম। তাঁরা বললেন, ‘এটা তো গ্রামীণ এলাকা, এখানে অত লোক পাবেন? অন্য জায়গায় করা যায় কি না, ঠাকুরগাঁওয়ে।’ আমি তখন বলেছি, ‘ঠাকুরগাঁওয়ে করব না। আমরা তো মাঠে করি না।’ তখন তাঁরাও বলছিলেন, ‘দর্শক না এলে হবে?’ আমি তখন বলেছি, ‘আমাদের দুই থেকে তিন হাজার দর্শক হলেই চলবে। আমরা তো স্থাপনার বাইরে যেতে পারব না।’ সবকিছু মিলে টংকনাথ রাজবাড়িতে আমরা করলাম। অনুষ্ঠানের আগে আমরা আট হাজার প্রবেশ পাস দিয়েছি। ওখানে কিন্তু আর্মি, পুলিশ সবাই ছিল। যখনই আমরা অনুষ্ঠান শুরু করলাম। দর্শক তালি দিল। যেই আমি মঞ্চে এলাম, শুনলাম, চারদিক থেকে তিন কিলোমিটারের মতো রাস্তা প্যাকড। পাঁচ লাখের অধিক লোক। এত মানুষকে আমি কোথায় বসতে দেব। লোকজন করল কি, বাঁশের ব্যারিকেড ছিল, তা ভেঙে ঝাঁপিয়ে পড়ল। তখন তো ম্যাচাকার অবস্থা। ওখানে নারী আছেন, শিশু আছে, আছেন বিভিন্ন বয়সী মানুষ। এরপর হাউকাউ শুরু হয়ে গেল। পুলিশ থামানোর চেষ্টা করছে, আমিও করছি। অস্থির অবস্থা। কেউ চেয়ার–ছোড়াছুড়ি করছে।হানিফ সংকেত : আমি তখন প্রশাসনকে ডেকে বললাম, ‘এভাবে অনুষ্ঠান করা যাবে না। মানুষ শান্ত হোক, তারপর অনুষ্ঠান শুরু করব। আপাতত আমরা অনুষ্ঠান কিছু সময়ের জন্য বন্ধ রাখি।’ আমরাও অনুষ্ঠানের দৃশ্যধারণ বন্ধ করে দিয়ে লাইট বন্ধ করে দিলাম। জানিয়ে দিলাম, ‘অনুষ্ঠান আপাতত হচ্ছে না। আপনারা শান্ত হন।’ এ–ও অনুরোধ করেছি, ‘চলে যান। পরবর্তী সময় আমরা চিন্তা করব কী করা যায়।’ লোক যেতে তিন ঘণ্টা লেগে গেল।আমরা অনুষ্ঠান শুরু করি সন্ধ্যা সাড়ে ছয়টায়। সাড়ে সাতটা কি আটটার সময় ঘটনার সূত্রপাত, যখন আমি মঞ্চে উঠলাম। ওঠার পর যখন কথা বললাম, তখনই বিশৃঙ্খলা শুরু হয়। এরপর একটা নাচ করলাম। তারপর রবি চৌধুরী ও লিজার গানের অর্ধেকটা করলাম, তখন সেকেন্ড বিশৃঙ্খলা শুরু হয়। এক থেকে দেড় ঘণ্টা অনুষ্ঠানের দৃশ্যধারণ বন্ধ রেখে রাত সাড়ে ৯টা কি ১০টার দিকে আবার শুরু করেছি। দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত শুটিং করেছি। এখানকার স্থানীয় লোকজন খুবই আন্তরিক। তাঁরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। লজ্জিত হয়েছেন। তাঁরা বলেছেন, ‘ঠাকুরগাঁওয়ের লোক ভালো।’ তখন আমিও বলেছি, ‘আমি তো বলিনি ঠাকুরগাঁওয়ের লোক খারাপ। ভালো বলেই তো শুটিং করতে এসেছি।’ আসলে সেখানে সমস্যাটা হয়েছে কি, আমরা পরিস্থিতির শিকার হয়ে গেছি। আমরাও বুঝিনি যে এত লোক হবে। কর্তৃপক্ষও বোঝেনি যে এত লোক হবে। আমাদের জায়গাটা আসলে আরও বড় হওয়া উচিত ছিল। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা। এখানে কিন্তু কোনো ঝগড়া নেই, মারামারি নেই। হামলা নেই। সবাই পরে খুব দুঃখ প্রকাশ করেছে। তারা এ–ও বলেছে, ‘আপনাদের ভালোবাসে, এটা তো অন্যায় না। ভালোবাসি বলেই এই ঘটনা ঘটেছে।’ এখানে কেউই মারামারি করতে আসেনি, হামলাও করতে আসেনি। এখানে এসেছিল উৎসুক জনতা। তারা এসেছে ‘ইত্যাদি’ দেখবে, আমাদের দেখবে, ‘ইত্যাদি’র শুটিং দেখবে বলে। 

১ সপ্তাহ আগে

Image

এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা, কিন্তু কী সেই সুখবর?


সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা, কিন্তু কী সেই সুখবর?অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান শনিবার দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে তিনি বিয়ে করেছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান নিজেই। এবার সুখবর দিলেন তার সাবেক স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। কিন্তু কী সেই সুখবর?অভিনয়ের জগতে বরাবরই সফল মিথিলা। টেলিভিশন, ওয়েব সিরিজ থেকে শুরু করে কলকাতার সিনেমাগুলোতে নায়িকা চরিত্রে দেখা গেছে এ অভিনেত্রীকে। এবার জনপ্রিয় কোরিয়ান নাটক ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’-এর সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তবে অভিনয়ে নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মিথিলা নিজেই। তিনি বলেন, কাজটি করার ব্যাপারে আমি সম্মতি দিয়েছি। বর্তমানে বিদেশে আছি, দেশে ফিরেই কাজ শুরু করব।খালিদ হোসেন অভি নাটকটির বাংলা ডাবিংয়ের দায়িত্ব নিয়েছেন।এর আগে ‘রিপ্লাই ১৯৮৮’, ‘লেজেন্ড অব দ্য ব্লু সি’ ও ‘মিস্টার কুইন’-এর মতো কোরিয়ান ড্রামাগুলোর বাংলা ডাবিং প্রযোজনা করেছেন। সিরিজটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র ডক্টর ইউন মিউং জু চরিত্রে বাচিক অভিনয় করবেন অভিনেত্রী মিথিলা।এ ব্যাপারে অভি জানান, ‘ডটস’-এর সঙ্গে রয়েছেন মিথিলা। ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান’র বহুল প্রত্যাশিত বাংলা ডাবে উগ্র এবং শক্তিশালী ড. ইউন মিউং জু’র চরিত্রে কণ্ঠ দেবেন তিনি।

২ সপ্তাহ আগে

হানিমুনে কোথায় যাচ্ছেন তাহসান-রোজা

হানিমুনে কোথায় যাচ্ছেন তাহসান-রোজা

০৭ জানুয়ারী ২০২৫ দুপুর ০৩:০৯

হাসপাতালে ভর্তি ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র

হাসপাতালে ভর্তি ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র

০৫ জানুয়ারী ২০২৫ দুপুর ০৩:২০

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন

০৪ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৩৪

মৌচাক সাহিত্য সংসদ আয়োজনে অনুষ্ঠিত হলো সাহিত্য ও সংস্কৃতি শিল্প ভাবনার আড্ডা

মৌচাক সাহিত্য সংসদ আয়োজনে অনুষ্ঠিত হলো সাহিত্য ও সংস্কৃতি শিল্প ভাবনার আড্ডা

৩১ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৫৯

চিত্রনায়িকা অঞ্জনা রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন, কাঁদছেন তাঁর ছেলে

চিত্রনায়িকা অঞ্জনা রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন, কাঁদছেন তাঁর ছেলে

৩১ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:৪৮

মহান বিজয় বিদস উপলক্ষে আলোচনা, ¯স্বীকৃতি স্বরূপ  ‘বাসপ পুরস্কার’-২০২৪ প্রদান

মহান বিজয় বিদস উপলক্ষে আলোচনা, ¯স্বীকৃতি স্বরূপ ‘বাসপ পুরস্কার’-২০২৪ প্রদান

২৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:২০

পরিচালককেও আমার কাজের মাধ্যমে সন্তুষ্ট করতে হবে, এটাই তো আমার রুজিরুটি

পরিচালককেও আমার কাজের মাধ্যমে সন্তুষ্ট করতে হবে, এটাই তো আমার রুজিরুটি

২৩ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪৬

বলিউড তারকা রণবীর কাপুরের সেলফিতে ভক্তদের চমকে দিলেন মেহজাবীন

বলিউড তারকা রণবীর কাপুরের সেলফিতে ভক্তদের চমকে দিলেন মেহজাবীন

১৭ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:১৪

আল্লু অর্জুন গ্রেপ্তারের পর  বাড়ছে ‘পুষ্পা টু’র আয়

আল্লু অর্জুন গ্রেপ্তারের পর বাড়ছে ‘পুষ্পা টু’র আয়

১৫ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৫৮

সন্মাননা স্মারক পেলেন এফ আই ইভেন্ট ম্যানেজমেন্টের ব্র্যান্ড এম্বাসেডর হাসিনা আনছার

সন্মাননা স্মারক পেলেন এফ আই ইভেন্ট ম্যানেজমেন্টের ব্র্যান্ড এম্বাসেডর হাসিনা আনছার

১২ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৬:০৮

বিজিসিএফ অ্যাওয়ার্ডে মিডিয়া কো-অর্ডিনেটর পুরস্কার পেলেন জ্যোতির্ময় মন্ডল

বিজিসিএফ অ্যাওয়ার্ডে মিডিয়া কো-অর্ডিনেটর পুরস্কার পেলেন জ্যোতির্ময় মন্ডল

১২ ডিসেম্বর ২০২৪ দুপুর ০৩:২৭