× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার
Image

প্রয়াত প্রধান বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘চারুলতা পদক’-২০২৪ প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত


আমাদের শিল্প-সাহিত্য, ইতিহাস, ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করে ২০ ডিসেম্বর ২০১০ সাল থেকে কাজ করে যাচ্ছে নিয়মিত ভাবে চারুলতা সংস্কৃতি সংসদ। শুরু থেকেই সুস্থ শিল্প সাহিত্য, উন্নয়ন ও সামাজিক সচেতনতাসহ সাহিত্যসভা, কবি-সাহিত্যিকদের স¦রণের অনুষ্ঠান ও প্রতিভা বিকাশে গুণী মানুষদের বিশেষ হিসেবে ‘চারুলতা পদক’ প্রদানের মাধ্যমে আজোও কাজ করছে। সংগঠনের ধারাবাহিকতায় প্রয়াত প্রধান বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, ‘চারুলতা পদক’-২০২৪ প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, সন্ধ্যা ৬টায়, বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না। স্মৃতিচারণ করেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের সাবেক তথ্য সচিব ও প্রয়াত প্রধান বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদের উত্তরসূরী সৈয়দ মার্গুব মোর্শেদ। সভাপতিত্ব করেন সংগঠক, নাট্যকার, নির্মাতা ও কবি রানা হোসেন। প্রধান আলোচক হিসেবে ছিলেন : এ্যাডভোকেট লতিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন : কবি আল হাফিজ, কবি শামস আরেফিন। বক্তব্য রাখেন: ঢাকা মহানগর দক্ষিণ শাখা’র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন: কবি শান্তনা মিঠু। আবৃত্তি পরিবেশন করবেন: সৈয়দ ইসমাত তোহা ও বশিরুল আলম নান্নু সহ অনেকে। উপস্থাপনায়: আসমা মালিহা। পবিত্র কোরআন তেলাওয়াত করেন: মৃদুল ইবনে হোসেন। ‘চারুলতা পদক’-২০২৫ প্রদান করা হয় চৌধুরী বাগদাদ (সাংবাদিক)  ‘চারুলতা পদক’-২০২৫ প্রদান করা হয় যারা এবছর পাচ্ছেন তারা হলেন: এস. এম. মাসুদ রানা আতাউর (শিক্ষাসেবা), লিটন হাফিজ চৌধুরী (সুরকার ও সংগীত শিল্পী) , সুলতানা রুবি(সাহিত্যিক) , নাজমা আহমেদ পিংকি (শিশু সাহিত্যিক) , নুরুন নাহার রীনা (কবি ও সাহিত্যিক) ,শামীম মাহমুদ (তরুণ রাজনীতিবিদ), সুরাইয়া কাজী (কবি ও কথাসাহিত্যিক) ,হাসান জাকির (কবি ও কথাশিল্পী) ,চৌধুরী বাগদাদ (সাংবাদিক) ,তরিকুল ইসলাম তরুণ (সাংবাদিক) , দোলন ইমাম (নৃত্যপরিচালক) ।

৩ দিন আগে

Image

মৌচাক সাহিত্য সংসদ আয়োজনে অনুষ্ঠিত হলো সাহিত্য ও সংস্কৃতি শিল্প ভাবনার আড্ডা


মৌচাক সাহিত্য সংসদ আয়োজনে অনুষ্ঠিত হলো সাহিত্য ও সংস্কৃতি শিল্প ভাবনার  আড্ডা, আড্ডার মধ্যমণি হিসেবে ছিলেন কবি কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ৭০ দশকের কবি জাহাঙ্গীর ফিরোজ। কবি আল হাফিজের সভাপতিত্ব  অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন :কবি জামিল জাহাঙ্গীর, শামস আরেফিন , কাজী জিয়া, আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন : হুমায়ুন কবির বর্ষণ, কবি শুভেন্দু সাহা, জাহাঙ্গীর ওবাইদুল্লাহ, গোলাম মোস্তফা তাপস, নাসরিন সুলতানা, কবি জুয়েল এনামুল, আলতাফ হোসাইন  রানা, মোহাম্মদ জামিল উদ্দিন মিয়া, কবি আরিফ জামান, কবি মানসুর  আজিজ, অনন্ত হীরা।  অনুষ্ঠানের আয়োজক হিসেবে ছিলেন কবি  রানা হোসেন। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন বশিরুল আলম নান্নু।

৩ সপ্তাহ আগে

Image

মহান বিজয় বিদস উপলক্ষে আলোচনা, ¯স্বীকৃতি স্বরূপ ‘বাসপ পুরস্কার’-২০২৪ প্রদান


মহান বিজয় বিদস উপলক্ষে ‘অনিন্দ্য সমাজ গড়তে আমাদের ভুমিকা শীর্ষক আলোচনা, ¯স্বীকৃতি স্বরূপ  ‘বাসপ পুরস্কার’-২০২৪ প্রদান ও বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদদের স্মরণেগণঅভ্যুত্থানে শহীদদের কবিতা আবৃত্তি অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে ২২ ডিসেম্বর ২০২৪, রোববার, সন্ধ্যা ৬ টায়, বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য সচিব ও বাসপের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। সভাপতিত্ব করেন কবি রানা হোসেন। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ¡ করেন বীর মুক্তিযোদ্ধা  ড. ইঞ্জিনিয়ার এম শাহ্ আলম। আলোচক হিসেবে ছিলেন ¯স্বাস্থ্য মন্ত্রলালয়ের সাবেক উপ-সচিব কবি ফেরদৌস পারভীন।  বিশেষ অতিথি হিসেবে ছিলেন : সাংবাদিক ও সংগঠক আজম ফারুক, কবি ও গবেষক হাসান জাকির, কবি ও গবেষক শাসম আরেফিন, কবি মুজিবর রহমান বকুল, চিত্রপরিচালক শাহীন মাহমুদ, সংস্কৃতিক ব্যক্তিত্ব  মাহমুদুর রহমান। ¯স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতিক ব্যক্তিত্ব বশিরুল আলম নান্নু , রাজনীতিবিদ মো: ফয়সাল আহমেদ, গীতিকবি শান্তনা মিঠু। উপস্থাপনা করেন : আনোয়ার পারভেজ। ‘বাসপ পুরস্কার’-২০২৪ প্রদান মহান বিজয় বিদস উপলক্ষে এবছর ‘বাসপ পুরস্কার’-২০২৪ প্রদান করা হয় তারা হলেন (বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক) ড. ইঞ্জিনিয়ার এম শাহ্ আলম, (সংগীত শিল্পী) লিটন হাফিজ চৌধুরী , (কবি ও কথাসাহিত্যিক) সুরাইয়া কাজী,  (শিশু সাহিত্যিক) নাজমা আহমেদ পিংকি, (কবি ও সাহিত্যিক) নুরুন নাহার রীনা,  (কবি ও শিক্ষক) ফেরদৌসী মজুমদার, (তরুণ রাজনীতিবিদ) জনাব মোঃ হাবিবুল্লাহ নাহিদ, (শিশু অংকনশিল্পী) রুবাইয়া মাহমুদ সারিয়া, (সমাজসেবক) মোহাসিন আলী খান, (কবি ও ইসলামিক গবেষক) লুৎফুন্নেসা বেগম, (সফল ব্যবসায়ী ও সমাজসেবক)  মো: আবুল হোসেন, (সমাজসেবক) জহিরুল ইসলাম জহির।

৪ সপ্তাহ আগে

Image

অত্যাচারী রাজা


অত্যাচারী রাজা – শিক্ষামূলক গল্প - Ottachari Raja - Shikkhamulok golpoএক রাজার গল্প শোনো। সে ছিল ভারী অত্যাচারী। সে চাইতো, সে যা বলবে, সবাই তা মেনে নেবে। জি হুজুর বলে তাকে সমর্থন করবে। সে চাইতো, সে দিনকে রাত বলবে, রাতকে বলবে দিন--অমনি মন্ত্রী আর পরিষদরা বলবে, ঠিক হুজুর, ঠিক। সে চাইতো প্রজারা তার নাম শুনেই মাথা নত করবে। রাজার কথা সব সময়ই মেনে নেয়া সম্ভব হতোনা প্রজাদের। যেমন, একবার রাজা প্রজাদের আদেশ করলো, তোমাদের দ্বিগুণ খাজনা দিতে হবে। শুনেই প্রজাদের আর্তনাদ শুরু হয়ে গেলো। অনেকের পক্ষেই দ্বিগুণ খাজনা দেয়া সম্ভব হলোনা। রাজার কোটালরা এসে ধরে নিয়ে গেল তাদের। পাইকারী হারে মৃত্যুদন্ড দেয়া হলো। রাজ্যের বহুলোক প্রাণ হারালো। রাজার অত্যাচারে কেবল যে প্রজা মারা যেতো তা নয়; মন্ত্রী, অমাত্য এবং রাজকর্মচারীদেরও নিস্তার ছিলনা। একজন মন্ত্রী হয়তো মনের ভুলে একটি সত্য কথা বলে ফেললো, রাজার তা পছন্দ হলোনা, অমনি সে তার প্রাণদন্ড দিলো। কারণে অকারণে মন্ত্রী, অমাত্য আর রাজকর্মচারীদের মৃত্যুদন্ড চলতে থাকলো রাজার হুকুমে। ফলে দরবারে মন্ত্রী, অমাত্য আর রাজকর্মচারীদের সংখ্যা কমতে লাগলো। শেষে এমন হলো যে, রাজদরবার অচল হয়ে পড়লো। সব চেয়ে সংকট দেখা দিলে মন্ত্রীর অভাবে। রাজা ঘোষণা দিলো, মন্ত্রী চাই, মন্ত্রী নিয়োগ করা হবে। কিন্তু ভয়ে কেউ মন্ত্রী হবার জন্যে এগিয়ে এলোনা। রাজা প্রহরী পাঠিয়ে দিলে মন্ত্রী খুঁজে আনার জন্যে। ঘোড়া নিয়ে সারা রাজ্যে ঘুরতে লাগলো প্রহরীরা। রাজার ঘোষণা যে শোনে, সে-ই পালিয়ে যায়। কেউ মন্ত্রী হতে চায় না।প্রহরীরা পড়ে গেলো মহা বিপদে। মন্ত্রী নিয়ে রাজার কাছে ফিরে যেতে না পারলে তাদের যে গর্দান যাবে। প্রহরীদের দেখে সবাই যখন সরে যাচ্ছিল, তখন পাওয়া গেলো একটি লোককে। প্রহরীরা স্বস্তির নিঃশ্বাস ফেললো। লোকটাকে বললো, ভাই, রাজা তোমাকে মন্ত্রী বানাতে চান। এখুনি চলো।লোকটা ছিল মাতাল। সে প্রহরীদের কথায় রাজী হয়ে গেলো। জিজ্ঞেস করলো, আমাকে কি করতে হবে?প্রহরীরা বললো, রাজার সব কথায় কেবল ‘জ্বি হুজুর’ বললেই চলবে। লোকটি ছিল জাতে মাতাল, তালে ঠিক। সে প্রহরীদের কথায় সায় দিয়ে বললো, তা পারবো।প্রহরীরাও প্রাণে বেঁচে গেলো। নতুন মন্ত্রী পেয়ে রাজাতো ভারী খুশী। এমন অনুগত মন্ত্রী তার একটিও জোটেনি। কিছু না বলতেই সে জবাব দেয়, জ্বি হুজুর, ঠিক হুজুর। আগের মন্ত্রীরা রাজার প্রশ্ন শুনে কিছু একটা ভেবে চিন্তে কথা বলতো। নতুন মন্ত্রী ভাবনা চিন্তার ধার ধারে না। সোজা বলে বসে, জ্বি হুজুর, ঠিক হুজুর। রাজা ভাবলো, আহ্, এমন না হলে কি চলে!কিছুদিনের মধ্যেই রাজা বিগড়ে গেলো। মানুষ হত্যার ইচ্ছেটা আবার চাড়া দিয়ে উঠলো তার মাথায়। মন্ত্রীকে হত্যা করার ছুতো খুঁজতে লাগলো সে। রাজা একদিন বললল। চলো মন্ত্রী, আমরা কোথাও থেকে ঘুরে আসি। মন্ত্রী বললো, জি হুজুর, ঠিক হুজুর।রাজা আর মন্ত্রী ঘোড়ায় চড়ে বেড়াতে বের হলো। লোকজন যে যেখানে ছিল ভয়ে পালালো। কি জানি, পাগলা রাজা আর মাতাল মন্ত্রী কোন্ অঘটন ঘটিয়ে বসে।দরবারের বাইরে এসে রাজা ভারী আনন্দ পেলো। মন্ত্রীকে বললোঃ চলো আমরা আরো সামনে এগিয়ে যাই।সামনে খোলা মাঠ, মাথার ওপর উন্মুক্ত আকাশ -- বেড়াবার খুব সখ হলো রাজার। ঘোড়া ছুটিয়ে উঁচু-নিচু পথ পেরিয়ে তারা এলো একটা বিশাল প্রান্তরে। এক পাশে সবুজ বন। বনের ধার ঘেঁষে বিরাট একটি দীঘি। এতক্ষণ পথ চলতে চলতে রোদের তাপে ক্লান্ত হয়ে পড়েছিল রাজা। দীঘির টলটলে জল দেখে তার ইচ্ছে করলে গোসল করতে। অমনি সে মন্ত্রীকে বললোর আমি গোসল করবো। তুমি জিনিসপত্র পাহাড়া দাও। মন্ত্রী বললো, জ্বি হুজুর, ঠিক হুজুর।রাজা মুকুট খুললল। সব পোষাক খুললো। নাইতে নামলো দীঘিতে। ঠাণ্ডা পানিতে শরীরটা জুড়িয়ে গেলো তার। আরাম পেয়ে আরো সামনে এগিয়ে গেলো সে। তার খেয়ালও রইলো না যে, সে সাঁতার জানে না। সামনে এগিয়ে যেতে যেতে গভীর পানিতে ডুবে যেতে লাগলো রাজা। অমনি সে চিৎকার দিয়ে মন্ত্রীকে ডাকলোঃ বাঁচাও -- বাঁচাও।মন্ত্রী বললো, জ্বি হুজুর, ঠিক হুজুর। সে একটুও নড়লো না। রাজাকে উদ্ধার করার নামও নিলো না। দাঁড়িয়ে থেকে কেবল বললো, জ্বি হুজুর, ঠিক হুজুর।এদিকে রাজা দাপাদাপি করতে করতে গভীর পানিতে ডুবে গেলো। মারা গেলে কিছুক্ষণের মধ্যেই।।মন্ত্রী আর কি করে। রাজার মুকুট পরলো। পোষাক পরলো। ফিরে এলো রাজধানীতে। সবাইকে জানিয়ে দিলো, এখন থেকে আমিই রাজা।নতুন রাজা পেয়ে প্রজারা খুশি না হলেও অত্যাচারী রাজার মৃত্যুতে স্বস্তি পেলো। তারা খুশি হলো। অত্যাচারী রাজার পরিণাম এমনই হয়ে থাকে।(শ্রীলংকার রুপকথা)

২ মাস আগে

আট বছর আগে একদিন

আট বছর আগে একদিন

১৬ নভেম্বর ২০২৪ দুপুর ০২:৩০

ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত

ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত

০৭ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:৩০

প্রথম অতিথি

প্রথম অতিথি

০৭ নভেম্বর ২০২৪ দুপুর ০২:২৪