গতকাল বাংলাদেশ সময় সকালে মায়ামির হার্ড রক স্টেডিয়ামের স্ট্যান্ডে বসে জাতীয় দল আর্জেন্টিনার জয় উপভোগ করেছিলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, তাঁর সিদ্ধান্তেই বিশ্রাম দেওয়া হয়েছে মেসিকে। আর্জেন্টিনা দলে বিশ্রাম পেলেও আজ মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে বিশ্রাম পাননি মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের যুক্তরাষ্ট্র সফরের মধ্যেই আটলান্টার বিপক্ষে মায়ামির হয়ে শুরু থেকেই খেলেছেন তিনি। দলের ৪-০ গোলের জয়ে জোড়া গোলের পাশাপাশি করেছেন একটি সহায়তাও। মায়ামির সাপোর্টার্স শিল্ড ধরে রাখার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল আগের ম্যাচেই। এরপরও অবশ্য পূর্ণ শক্তি নিয়েই আজ চেজ স্টেডিয়ামে মাঠে নেমেছিল তারা। শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখে চেষ্টা করে গোল আদায়ের। যদিও গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩৯ মিনিট পর্যন্ত। ডান প্রান্তে বক্সের কাছাকাছি জায়গায় বল পেয়েছে দুই ডিফেন্ডারের ফাঁদ এগিয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন মেসি। বিরতির পর ম্যাচের ৫২ মিনিটে জর্দি আলবাকে গোলে সহায়তা করেন মেসি। অধিনায়কের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়েই গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ান আলবা। এর ফলে ক্যারিয়ারে মেসির অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৬-তে, ৪ শর মাইলফলক স্পর্শ করতে দরকার আর ৪টি অ্যাসিস্ট।এরপর ৬১ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ম্যাচের তৃতীয় গোলটি করেন লুইস সুয়ারেজ। ৮৭ মিনিটে মেসি নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি আদায় করে নেন আলবার সহায়তায়। এটি চলতি মৌসুমে এমএলএসে মেসির ২৬তম গোল। যা লিগের সর্বোচ্চ।এদিন ম্যাচ শেষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় কদিন আগে ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া আলবাকে। এ সময় স্প্যানিশ তারকাকে সম্মান জানিয়ে একটি ভিডিও প্রামাণ্যচিত্রও দেখানো হয়। প্রতিক্রিয়া জানাতে গিয়ে আলবা বলেছেন, ‘আমি মনে করি আমার ক্যারিয়ারটা খুবই ভালো কেটেছে। সব দিক থেকেই সুবিধাজনক দলগুলোতে ছিলাম। এই ভিডিওতেও সেটাই প্রতিফলিত হয়েছেআলবা আরও যোগ করেন, ‘ক্লাবের পক্ষ থেকে এটা ছিল দারুণ এক চমক। কারণ এতে বিভিন্ন ক্লাবের কয়েকজন কোচকে দেখেছি যাদের অধীনে আমি খেলেছি। সত্যি বলতে, এটি ছিল বিশেষ এক অনুভূতি, আর আমি আমার অর্জনগুলোর জন্য গর্বিত। এখন আমি নাশভিলের বিপক্ষে শেষ ম্যাচটা খেলার অপেক্ষা। এরপর প্লেঅফ এবং আশা করি সেখানে জিততে পারব। এমএলএসের নিয়মিত মৌসুমের শেষ ম্যাচটি ইন্টার মায়ামি খেলবে আগামী ১৯ অক্টোবর নাশভিলের বিপক্ষে।
১ সপ্তাহ আগে
বাঁচামরার ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। দলে চারটি পরিবর্তন। শ্রীলঙ্কা ম্যাচে খেলা পারভেজ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মেহেদী হাসান। একাদশে ঢুকেছেন সাইফ হাসান, নুরুল হাসান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।
১ মাস আগে
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও চিকিৎসাধীন আহতদের সুস্থতা কামনায় ২৫ জুলাই ২০২৫ ইং শুক্রবার বিকাল ৪:০০ টায় সোনাগাজী সমিতি ঢাকার উদ্যোগে সমিতির নিজস্ব কার্যালয় আকরাম টাওয়ার ৩য় তলা বিজয় নগর ঢাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন সমিতির সন্মানিত সভাপতি জনাব মেজবাহ উদ্দিন খান কিসলু (সি আই পি), সহ সভাপতি জনাব নাজমুল করিম দুলাল, সহসভাপতি জনাব ইব্রাহিম বাহার, যুগ্ম সম্পাদক জনাব এডভোকেট সালাউদ্দিন শিমুল, সুলতান মোঃ কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ জনাব নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম রাজ, জনাব আমির হোসেন জনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকরাম হোসেন রিংকু,দপ্তর সম্পাদক জনাব নুরুল করিম ভূইয়া,সহদপ্তর সম্পাদ সাহাদাত হোসেন হেলাল,র্নিবাহী সদস্য মোহাম্মদ মোস্তফাসহ সমিতির সন্মানিত নের্তৃবৃন্দ।এছাড়া আরও উপস্থিত ছিলেন সমিতির সন্মানিত দাতা সদস্য ও আজীবন সদস্যবৃন্দ ।দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মুফতি আমিমুল এহসান সাহেব।
২ মাস আগে
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একশ রান করার আগেই ৮ উইকেট হারিয়ে হারের শঙ্কায়ও পড়েছিল বাংলাদেশের যুবারা। তবে দলের বিপদে হাল ধরেন সামিউন বশির। তার অপরাজিত ৪৫ রানের সুবাদে এক উইকেটের জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা করল বাংলাদেশ।হারারেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৮ রান করে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেছেন আরমান মানাক। বাংলাদেশের হয়ে ৩২ রানে ৪ উইকেট শিকার করেছেন আল ফাহাদ। জবাবে খেলতে নেমে ২৮ ওভার ৪ বলে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ১২৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই চার-ছক্কা হাঁকিয়ে আক্রমণাত্মক শুরুর আভাস দেন জাওয়াদ আহমেদ। তবে ইনফর্ম এই ওপেনার পরের ওভারেই সাজঘরে ফেরেন। ৯ বলে ২০ রান করেছেন তিনি। এরপর রিফাত বেগ, রিজান হোসেন ও আজিজুল তামিম দ্রুত ফেরায় বিপাকে পড়ে দল। মিডল অর্ডারে মোহাম্মদ আবদুল্লাহ-ফরিদ হাসানরা চেষ্টা করেছেন দলকে টেনে তোলার। তবে বড় ইনিংস খেলতে পারেননি। তাতে ৫৯ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।।সপ্তম উইকেট জুটিতে আল ফাহাদকে সঙ্গে নিয়ে ৩১ রানের জুটি গড়েন সামিউন। তাতে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে এরপর দেবাশীষ দেবা ও ইকবাল ইমন দ্রুত ফেরায় আবারো হারের শঙ্কায় পড়ে দল। তবে শেষ পর্যন্ত উইকেটে থেকে ৪৫ রানের দারুণ এক ইনিংস খেলেছেন সামিউন। দায়িত্ব নিয়ে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে দলের জয় নিশ্চিত করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।এর আগে নতুন বলে রীতিমতো আগুন ঝরিয়েছেন আল ফাহাদ। ডানহাতি এই পেসারকে সামলাতে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখেছেন প্রোটিয়া ব্যাটাররা। ইনিংসের পঞ্চম ওভারে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন ফাহাদ। আদনান ল্যাঙ্গদিনকে ৭ রানে ফিরিয়ে ১৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন এই পেসার। একই ওভারে আরেক ওপেনার জুরিখ ফন স্কালভিককেও ফিরিয়েছেন ফাহাদ। ইনফর্ম এই ওপেনার ১৫ বলে করেছেন ১০ রান।পরের ওভারে উইকেট পার্টিতে যোগ দেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন। চারে নামা জেসন রোলসকে বোল্ড করেছেন তিনি। ৪ রান করে রোলস ফেরায় ২৫ রান তুলতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় প্রোটিয়ারা।এই ধ্বংসস্তুপ থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দ্রুতই অলআউট হয় প্রোটিয়ারা। মাঝে পল জেমস-আমান মানাকরা চেষ্টা করেছেন ইনিংস লম্বা করার। তবে দুজনই থেমেছেন বিশের ঘরে।
২ মাস আগে