ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শতাধিক ড্রোন দিয়ে রাতভর দেশটিতে হামলা চালায় রুশ সেনাবাহিনী। রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া শনিবার রাতে ১০৩টি ইরান-নির্মিত শাহেদ মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জেলেনস্কি বলেন, প্রায় প্রতিদিনই আমরা রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিরুদ্ধে আমাদের আকাশ প্রতিরক্ষা করছি। গত রাতে রাশিয়া ১০৩টি শাহেদ ড্রোন দিয়ে আক্রমণ করেছে, যাতে ৮ হাজার ৭৫৫টি এমন উপাদান রয়েছে যা বিদেশে তৈরি।এর আগে গত সপ্তাহে রাশিয়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত ৫০ হাজারেরও বেশি নিষিদ্ধ উপাদান ব্যবহার করে ৬৩০টিরও বেশি আক্রমণকারী ড্রোন, প্রায় ৭৪০টি গাইডেড এরিয়াল বোমা এবং বিভিন্ন ধরনের প্রায় ৫০টি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলেও জানিয়েছেন তিনি।জেলেনস্কি বলেন, ‘বিদেশি উপাদানগুলোর সরবরাহ শৃঙ্খলে নিষেধাজ্ঞার চাপ অপর্যাপ্ত রয়ে গেছে। রাশিয়া তার প্রয়োজনীয় উপাদান এবং উৎপাদন সরঞ্জামগুলো হাতে পেয়েই চলেছে এবং সেগুলো ইউক্রেনকে আতঙ্কিত করার জন্য ব্যবহৃত অস্ত্রগুলোতে ব্যবহার করছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ান সামরিক বাহিনী ৬১টি ইউএভি গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে রোস্তভ অঞ্চলে ৩৭টি, ব্রায়ানস্ক অঞ্চলে ২০টি, ভোরোনেজ অঞ্চলে দুটি এবং বেলগরোদ ও ওরিওল অঞ্চলে একটি করে ড্রোন ধ্বংস করা হয়েছে।রাশিয়া রোববার আরও বলেছে, ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে। তাদের দাবি, তাদের বাহিনী ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দিয়েছে, তবে সামাজিক মাধ্যমে রুশ ব্লগারদের পোস্ট ইঙ্গিত দিয়েছে যে মস্কোর বাহিনী উল্লেখযোগ্য চাপের মধ্যে আছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে, কিয়েভের বাহিনী ‘দুটি ট্যাংক, একটি মাইন-বিরোধী যান এবং প্যারাট্রুপার-সহ ১২টি সাঁজোয়াযান’ নিয়ে বেরদিন গ্রামের দিকে হামলা চালায়। তবে দুই দফায় হওয়া ইউক্রেনীয় ওই হামলা প্রতিহত করা হয়েছে।
২ সপ্তাহ আগে
বিদেশে কর্মী কমলেও বেড়েছে প্রবাসী আয়
টানা দুই বছর ব্যাপক উল্লম্ফনের পর গত বছর কিছুটা ধাক্কা খেয়েছে বিদেশে কর্মসংস্থান। আগের বছরের তুলনায় গত বছর তিন লাখ কর্মীর কর্মসংস্থান কমে গেছে। এ বছর তা আরও কমার শঙ্কা আছে। তবে আশার কথা হলো, বিদেশে কর্মী কমলেও বেড়েছে প্রবাসী আয়। বড় আকারের তিনটি শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ায় বিদেশে কর্মসংস্থানে বাংলাদেশের জন্য এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন একমাত্র ভরসা হিসেবে টিকে আছে সৌদি আরবের শ্রমবাজার। বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বলছে, ২০২১ সালে বিভিন্ন দেশে কাজ নিয়ে গেছেন ৬ লাখ ১৭ হাজার কর্মী। পরের বছর তা বেড়ে দাঁড়ায় ১১ লাখের বেশি কর্মী। ২০২৩ সালে তা আরও ২ লাখ বেড়ে কর্মী যাওয়ার সংখ্যা ১৩ লাখ ছাড়িয়ে যায়। তবে গত বছর তা তিন লাখ কমে দাঁড়ায় ১০ লাখে। এর মধ্যে ৯০ শতাংশ কর্মী গেছেন মাত্র পাঁচটি দেশে। এগুলো হচ্ছে সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।তবে মালয়েশিয়া ও আমিরাতের শ্রমবাজার বন্ধ রয়েছে। বাংলাদেশের জন্য আরেক বড় শ্রমবাজার ওমানেও কর্মী নিয়োগ বর্তমানে বন্ধ। ফলে চলতি বছর বিদেশে কর্মী পাঠানো আরও কমার শঙ্কা তৈরি হয়েছে। মালয়েশিয়ায় ২০২৩ সালে কাজ নিয়ে যান সাড়ে তিন লাখের বেশি কর্মী। কিন্তু গত জুন থেকে দেশটির শ্রমবাজার বন্ধ হয়ে গেছে। গত বছর দেশটিতে সব মিলে কর্মী যেতে পেরেছেন এক লাখের কম। তার মানে আগের বছরের তুলনায় গত বছর দেশটিতে নতুন কর্মসংস্থান কমেছে দুই লাখের বেশি। ওমানে ২০২৩ সালে কর্মী গিয়েছিলেন সোয়া লাখের বেশি। গত বছর শ্রমবাজারটি বন্ধ থাকায় কর্মী গেছেন মাত্র ৩৫৮ জন। তবে কর্মসংস্থান বেড়েছে সৌদি আরবে। দেশটিতে ২০২৩ সালে প্রায় ৫ লাখ কর্মী গেলেও গত বছর এটি বেড়ে সোয়া ৬ লাখ ছাড়িয়েছে। এ বছর এমন ধারা অব্যাহত থাকতে পারে। এরপর সৌদি আরবেও নতুন কর্মসংস্থান কমতে পারে। এ ছাড়া সৌদি আরব গিয়ে চুক্তি অনুসারে কাজ না পাওয়ার অভিযোগ আছে। এতে কর্মীরা অবৈধ হয়ে পড়ছেন এবং দেশটির পুলিশের হাতে আটক হয়ে দেশে ফিরে আসছেন। বিভিন্ন সূত্রে জানা যায়, দেশটিতে ফুটবল অবকাঠামো নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। এতে কর্মীর চাহিদা আসছে নিয়মিত। গত তিন মাসে বিদেশে কর্মসংস্থানের ৮০ শতাংশের বেশি হয়েছে সৌদিতে। আগামী জুনের পর দেশটিতে কর্মী পাঠানো কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।গত বছর সব মিলে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৬৭০ কোটি ডলার। দেশের ইতিহাসে আগে কোনো বছর এত বেশি প্রবাসী আয় আসেনি। এর আগে ২০২১ সালে সর্বোচ্চ ২ হাজার ২০০ কোটি ডলার ছাড়িয়েছিল প্রবাসী আয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর টাকা পাচার কমেছে। আমদানি-রপ্তানির ব্যবসা-বাণিজ্যে কিছুটা স্থবিরতা আছে। এতে হুন্ডি লেনদেনও কমে গেছে। ফলে প্রবাসীরা আনুষ্ঠানিক খাতে টাকা পাঠানো বাড়িয়েছেন। রামরু বলছে, শ্রমবাজারের অন্যতম চ্যালেঞ্জ হলো একক দেশনির্ভরতা। ঘুরেফিরে হাতে গোনা কয়েকটি দেশের শ্রমবাজারে সীমিত হয়ে আছে বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থান। এতে কর্মসংস্থান ধরে রাখা নিয়ে ঝুঁকি থেকে যায়।
২ সপ্তাহ আগে
পরিচালককেও আমার কাজের মাধ্যমে সন্তুষ্ট করতে হবে, এটাই তো আমার রুজিরুটি
বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা সিনেমাপ্রেমীদের নজর কেড়েছেন। বর্তমানে তার সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’-এ তাকে বেশ কিছু সাহসী দৃশ্যে দেখা গেছে। বিশেষ করে ‘পিলিং’ গানে রাশমিকার সাহসী নাচের দৃশ্য নেটিজেনদের চর্চায় ফেলেছেন।এ মুহূর্তে বক্স অফিস কাঁপাচ্ছে ‘পুষ্পা ২: দ্য রুল’। শুধু আল্লু অর্জুনই নয়, রাশমিকা মান্দানাও নজর কেড়েছেন এ ছবিতে। তার সাহসী নাচের দৃশ্য নিয়ে নাকি প্রথম থেকেই বেশ চাপে ছিলেন অভিনেত্রী। নাচের ভঙিমার কথা শুনেই নাকি আঁতকে উঠেছিলেন তিনি।রাশমিকা বলেন, ছবি মুক্তির ক’দিন আগে ‘পিলিং’ গানের শুটিং হয়। মাত্র পাঁচ দিনে ওই গানের শুটিং শেষ করেছিলাম আমরা। এই গানটিও যে ছবিতে থাকবে এবং তার শুটিং করতে হবে— এটা শুনেই চমকে গিয়েছিলাম। তার পর নাচের মহড়ার ভিডিও দেখলাম। আমি আঁতকে উঠি। ভাবছিলাম— কী হচ্ছে এ দুনিয়ায়! আমাকে তো আল্লু অর্জুন স্যারের কোলে উঠে নাচতে হবে বলে মনে হচ্ছে।রাশমিকা মান্দানা ছবিতে প্রায়ই নায়িকাকে কোলে তুলে নেয় নায়ক। আর রাশমিকার নাকি কোলে উঠতেই ভয় করে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমাকে কোলে তুললে সত্যিই খুব ভয় করে। আর এই গানে পুরোটাই কোলে উঠে নাচ রয়েছে। আমি বুঝতে পারছিলাম না, কীভাবে নাচব। কিন্তু আমি বুঝেছি— একবার সিদ্ধান্ত নিয়ে নিলে আমি নিজেকে পরিচালক ও সহ-অভিনেতার কাছে সমর্পণ করে দিই। তখন ভেবে নিই, কাজটা করতেই হবে। ছবির জন্য যা যা প্রয়োজন তা-ই করব।অভিনেত্রী বলেন, নিজের ওপর অবিশ্বাস থাকলে কাজ করা যায় না। অভিনেতা হিসাবে আমি জানি, মনোরঞ্জন করা আমার কাজ। পরিচালককেও আমার কাজের মাধ্যমে সন্তুষ্ট করতে হবে। এটাই তো আমার রুজিরুটি।
৪ সপ্তাহ আগে
পাকিস্তান থেকে ফের সেই একই জাহাজ করাচি থেকে চট্টগ্রামে আসছে দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে।
পাকিস্তান থেকে জাহাজে করে পণ্য বাংলাদেশে পৌঁছেছিল কয়েকদিন আগেই। তা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। ফের সেই একই জাহাজ করাচি থেকে চট্টগ্রামে আসছে দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে। ২০ ডিসেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছাবে বলে জানিয়েছে বন্দর কর্তপক্ষ। তবে প্রশ্ন উঠেছে- কি আছে এবারের জাহাজে? এর আগেও একই পাকিস্তানি জাহাজ বাংলাদেশে এসেছিল পণ্য নিয়ে। যা নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান থেকে আসা ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামক জাহাজটি এবার বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছাচ্ছে ৮২৫ টিইইউএস কনটেইনার নিয়ে। এর আগেরবার যখন জাহাজটি বাংলাদেশে এসেছিল, তখন তাতে ছিল ৩৭০ টিইইউএস কনটেইনার। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবার গতবারের তুলনায় দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে চট্টগ্রামে পৌঁছাচ্ছে পাকিস্তানি জাহাজটি। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কনটেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে চলতি বছরের ১৪ নভেম্বর। সেবার যে ৩৭০ টিইইউএস কনটেইনার বাংলাদেশে পৌঁছেছিল, তার মধ্যে ২৯৭ টিইইউএস কনটেইনার এসেছিল পাকিস্তান থেকে। বাকি ৭৩ টিইইউএস কনটেইনার সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে নিয়ে গিয়েছিল ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’। দ্বিতীয়বারের মতো গত ১১ ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ জাহাজ। রিপোর্ট অনুযায়ী, ১৯ ডিসেম্বরের আগেই বঙ্গোপসাগরে ঢুকেছে জাহাজটি। এই আবহে মনে করা হচ্ছে, ২১ বা ২২ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস করতে পারে ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’। পণ্য খালাস করে ২৩ ডিসেম্বর নাগাদ জাহাজটি চট্টগ্রাম বন্দর ছাড়তে পারে বলে মনে করা হচ্ছে। জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করার পর যাবে ইন্দোনেশিয়ায়। সেখান থেকে মালেশিয়া, দুবাই হয়ে পাকিস্তানের করাচি ফিরবে। তবে এই জাহাজে কি কি পণ্য রয়েছে, তা এখনও জানা যায়নি। এ নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শিপিং সংস্থাটি অনলাইনে জানাবে যে তাদের জাহাজের কনটেনারে কি কি পণ্য আছে। সূত্র: হিন্দুস্তান টাইমস
সৌদি আরবের জেদ্দায় চলছে চতুর্থ রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৫ ডিসেম্বর শুরু হয়েছে উৎসব, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ১০ দিনের উৎসবে ৮১টি দেশের ১২০টি সিনেমা প্রদর্শিত হবে। এবারের রেড সি উৎসবে আছে বাংলাদেশও। মাকসুদ হোসেন পরিচালিত সিনেমা ‘সাবা’ প্রদর্শিত হবে উৎসবে। এই উৎসবে অংশ নিতে মেহজাবীন আছেন এখন জেদ্দায়। আজ সন্ধ্যায় বলিউড তারকা রণবীর কাপুরের সেলফিতে হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন তিনি।রেড সি উৎসবে আজ ছিল ‘সাবা’ সিনেমার প্রদর্শনী। স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিটে ছবিটির প্রদর্শনী হয়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে উৎসব দেখে দুটি ছবি পোস্ট করেছেন মেহজাবীন। একটিতে তাঁকে দেখা যাচ্ছে রণবীর কাপুরের সঙ্গে। রণবীরের সেলফিতে মেহজাবীন, এমন ছবি পোস্টার পর প্রতিক্রিয়া দেখিয়েছেন অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। মাত্র ৪৬ মিনিটে পোস্টে প্রতিক্রিয়া এসেছে প্রায় ছয় হাজার। সেলফিতে মেহজাবীনকে দেখা গেছে লাল শাড়িতে, তাঁর লুকের প্রশংসা করেছেন অনেক অনুরাগী।মেহজাবীনআগামীকাল ৯ ডিসেম্বর ও ১৪ ডিসেম্বর ‘সাবা’ সিনেমার আরও দুটি প্রদর্শনী রয়েছে। এদিকে রেড সি উৎসবে এবার হাজির হয়েছেন হলিউড ও বলিউডের প্রথম সারির তারকা। এর আগে হলিউড তারকা উইল স্মিথ ও এমিলি ব্লান্টের সঙ্গেও ছবি পোস্ট করেছিলেন মেহজাবীন। রোকেয়া প্রাচী ও মেহজাবীন চৌধুরী অভিনীত এ সিনেমায় দেখানো হয়েছে এক পক্ষাঘাতগ্রস্ত মা ও তার মেয়ের গল্প।মা অসুস্থ হওয়ার পর তার দেখাশোনার পুরো দায়িত্ব পালন করে সাবা। মায়ের চিকিৎসার অর্থ জোগাড় করার জন্য তাকে কাজ নিতে হয় সিসা বারে। এবারের রেড সি উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৬টি চলচ্চিত্র।
১৭ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:১৪
আল্লু অর্জুন গ্রেপ্তারের পর বাড়ছে ‘পুষ্পা টু’র আয়
‘পুষ্পা টু: দ্য রুল’-এর প্রিমিয়ারের সময় এক মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সম্প্রতি আইনি ঝামেলায় জড়ান দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। নিহত নারীর পরিবারের মামলায় এক রাত জেলেও কাটাতে হয়েছে অভিনেতাকে। শুক্রবারের গ্রেপ্তারের নাটকীয় ওই ঘটনার পর সেদিন রাতেই তেলেঙ্গানা হাইকোর্ট জামিন মঞ্জুর করে নায়কের। এর মাঝেই বক্স অফিসে ‘পুষ্পা টু: দ্য রুল’-এর স্বপ্নের দৌড় অব্যাহত। বক্স অফিসের রিপোর্টানুসারে, শনিবার পর্যন্ত ছবিটি ভারতে ৮২০ কোটি টাকা আয় করেছে। আল্লু অর্জুন শুক্রবার যখন গ্রেপ্তার হন সেদিন বক্স অফিসে প্রায় ৩২.৬৩ কোটি টাকা আয় করেছিল এই ছবি। তবে নায়কের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই শনিবার সেই আয়ের পরিমাণ বেড়ে যায় দ্বিগুন। এদিন পুষ্পা’র আয়ে যোগ হয়েছে আরও ৬৩ কোটি টাকা। সিনেমা মুক্তির প্রথমদিনেই পুষ্পা টু খাতা খুলেছে ১৬৪.২৫ কোটি টাকা দিয়ে। এরপর প্রথম শুক্রবারে ৯৩.৮ কোটি টাকা আয় করলেও সপ্তাহান্তে শনি ও রবিবার ১১৯.২৫ কোটি ও ১৪১.০৫ কোটি টাকা আয় করে এই ছবি। এরপর সোম থেকে বৃহস্পতিবারে ছবির আয়ের পরিমাণ ছিল যথাক্রমে- ৬৪.৪৫ কোটি, ৫১.৫৫ কোটি, ৪৩.৩৫ কোটি এবং ৩৭.৪৫ কোটি টাকা। ফলে পুরো ভারতে পুষ্পা টু-এর প্রথম সপ্তাহের সংগ্রহ ছিল ৭২৫.৮ কোটি টাকা।পরবর্তীতে জুবিলি হিলসে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আল্লু অর্জুন বলেন, ‘আমরা নিহতের পরিবারের জন্য অত্যন্ত দুঃখিত। আমি ব্যক্তিগতভাবে তাদের যেভাবেই হোক সমর্থন করার জন্য তৈরি আছি। এটা একেবারেই আকস্মিক ঘটনা। আমি আমার পরিবারের সাথে থিয়েটারের ভিতরে একটি সিনেমা দেখছিলাম এবং দুর্ঘটনাটি বাইরে ঘটেছিল। এটার সঙ্গে আমার সরাসরি কোন সম্পর্ক নেই। সত্যি আকস্মিক, একেবারেই অনিচ্ছাকৃত। আমার ভালোবাসা পরিবারের (মৃত রেবতী) সাথে রয়েছে এবং আমি যে কোনও উপায়ে তাদের পাশে রয়েছি
১৫ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৫৮
শীতে প্রেমিক না থাকার আফসোস ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখার
বুধবার (১১ ডিসেম্বর) রাতে শ্রীলেখা মিত্র ফেসবুকে পোস্ট করেন, ‘শীত আসছে আর একটাও প্রেমিক নেই আমার। কতগুলো বছর হয়ে গেল।’ তিনি একইসঙ্গে লেখেন, ‘বলি এই বেঞ্চমার্ক এত হাই কেন আমার?’ ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র বরাবরই রাখঢাক ছাড়াই নিজের মনের কথা স্পষ্ট ভাবে বলে দেন। এদিন তেমনভাবেই নেহাত মজা করেই একটা মনের কথা জানালেন অভিনেত্রী; দীর্ঘদিন ধরে প্রেমিক না থাকার বিষয়ে তার আক্ষেপ তুলে ধরেন।কিন্তু কেন প্রেমিক নেই বলে আফসোস করছেন শ্রীলেখা? আসলে শীতের জামার জন্য! সেগুলো অন্তত পরে ডেট এ যেতে পারতেন শ্রীলেখা, এমনটাই হয়ত বোঝাতে চেয়েছেন এই অভিনেত্রী। সেই পোস্টে তিনি আরো যোগ করেন, ‘শীতের ভালো ভালো জামা কাপড় পরে বেরোতেই পারছি না। জ্যাকেট, টুপি, স্কার্টগুলো কাঁদছে। আর আমি ওদের দুঃখে।’প্রসঙ্গত কিছুদিন আগেই অভিনেত্রীর মেয়ের জন্মদিন ছিল। আর সেই উপলক্ষ্যে মেয়েকে শুভেচ্ছা জানিয়ে একটি আদুরে পোস্টও করেন অভিনেত্রী। শ্রীলেখা যে ছবিগুলো পোস্ট করেছিলেন সেখানে তার প্রাক্তন স্বামী শিলাদিত্য সান্যালের কোলে দেখা যাচ্ছে ছোট্ট ঐশীকে।ঐশীর ভালো নাম মাইয়া। মেয়ের জন্মদিনে অভিনেত্রী তাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘ছোট্ট মনে কষ্ট চেপেই বেড়ে উঠেছে। মানুষের মতো মানুষ হয়েছে, আমাদের এই ছোট্ট ইউনিটটা বাইরের ঝড় ঝাপটা সামলে বহাল আছে এবং থাকবে। আশীর্বাদ করবেন।’প্রসঙ্গত, শ্রীলেখা এবং শিলাদিত্য আর একসঙ্গে নেই। তাদের ২০১৩ সালেই বিবাহ বিচ্ছেদ হয়।
১২ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:৫১
অর্থ পাচারের মামলায় তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ
সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের সাজাও স্থগিত করা হয়েছে।মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার মো. জাকির হোসেন, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট আজমল হোসেন।আইনজীবীরা জানান, সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন। ওই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। ২০১৬ সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। পাশাপাশি ২০ কোটি টাকা জরিমানা করেন। এটি ছিল তারেক রহমানের প্রথম সাজা। এই সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।২০১৯ সালের ২৪ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক তারেক রহমান ও মামুনকে ৭ বছর কারাদণ্ড এবং ১২ কোটি টাকা অর্থদণ্ড দিয়ে রায় দেন। এ ছাড়া লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে থাকা বাংলাদেশি টাকায় ৬ কোটি ১ লাখ ৫৭ হাজার ৭৬২ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।
১০ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:৪৯
ভারতকে হারিয়ে আবারও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল বাংলাদেশ
খেলাটা যখন ক্রিকেট, আর প্রতিপক্ষ ভারত—বাংলাদেশের যে কোনো ক্রিকেট দলের জন্য উপলক্ষটা একটু বড়ই হয়ে যায় আজকাল। আর সেই ম্যাচটি যদি কোনো ফাইনাল হয়, তবে তো সেই উত্তেজনার পারদ চড়ে যায় অনেক ওপরে। দুবাইয়ে আজ এমনি আরেকটি ম্যাচে ভারতকে হারিয়ে আবারও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল বাংলাদেশ।গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতা বাংলাদেশের যুবারা আজও ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলল। আজিজুল হাকিমরা আজ জিতেছে ৫৯ রানে।টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে করতে পেরেছিল ১৯৮ রান। এই রানটাই ভারতের জন্য পাহাড়সম হয়ে যায় বাংলাদেশের পেসারদের দাপটে। ভারত ৩৫.২ ওভারে অলআউট হয় ১৩৯ রানে। যুব এশিয়া কাপে নয়বার ফাইনাল খেলে এবারই প্রথম চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিতে পারল না ভারতীয়রা।
০৮ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৬:০৮
দীর্ঘ ২৪ বছর ক্ষমতায় থাকার পর বিদ্রোহীদের অভ্যুত্থানের মুখে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন ঘটেছে
বিদ্রোহীদের অভ্যুত্থানের মুখে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন ঘটেছে। দীর্ঘ ২৪ বছর ক্ষমতায় থাকার পর রোববার ভোরেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রেসিডেন্ট আসাদ। এদিন ভোরেই রাজধানী দামেস্ক বিমানবন্দর থেকে একটি বিমানযোগে পালিয়ে যান আসাদ। এরই মাঝে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বহন করা বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে দাবি করা হচ্ছে। পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, উড্ডয়নের পরই বিমানটি মাঝপথে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এরই জেরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাগ্য নিয়ে জল্পনা চলছে। দাবি করা হচ্ছে যে, তিনি যে বিমানে ছিলেন তা হয়তো বিধ্বস্ত হয়েছে বা ভূপাতিত হয়েছে।সিরিয়ার দুটি সূত্র জানিয়েছে, আসাদের বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। কারণ বিমানের আকস্মিক ইউটার্ন এবং রাডার থেকে অদৃশ্য হওয়ার বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। রয়টার্স জানিয়েছে, তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি ওই বিমানে কে ছিলেন।এর আগে, রোববার ভোরে সিরিয়ার আসাদ সরকারের পতন ঘটে। যা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটায়। বিদ্রোহী গোষ্ঠী হায়’আত তাহরির আল-শাম (HTS) দামেস্ক দখল করে নিলে এ ঘটনা ঘটে। সূত্র: মেহের নিউজ এজেন্সি
০৮ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৫
কোচ হিসেবে প্রথম টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন
রংপুর রাইডার্সের হয়ে কোচ হিসেবে অভিষেক হয়েছে মোহাম্মদ আশরাফুলের। দলটির প্রধান সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। দলটির হয়ে প্রথম টুর্নামেন্টেই বাজিমাত করেছেন তিনি।মোহাম্মদ আশরাফুলক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গ্লোবাল সুপার লিগের শিরোপা জয় করেছে রংপুর রাইডার্স। দলটির হেড কোচ হিসেবে কাজ করছেন মিকি আর্থার। তার সঙ্গে কাজের অভিজ্ঞতাও দারুণ নবীন কোচ আশরাফুলের। কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টেই আন্তর্জাতিক একটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানিয়ে দেশের একটি গণমাধ্যমকে আশরাফুল বলেছেন, ‘কী যে ভালো লাগছে, অনুভূতি বলে বোঝাতে পারব না। আমি খুব খুশি, উদ্বেলিত, পুলকিত। বারবার মনে হচ্ছে খেলোয়াড়ি জীবনের মত কোচিং ক্যারিয়ারের শুরুটাও হলো দারুণ। এখন এটা ধরে রাখতে হবে।’রংপুর রাইডার্সের ক্রিকেটার-কোচিং স্টাফ ও ফ্র্যাঞ্চাইজি এবং ম্যানেজমেন্টের সমন্বয় দারুণ ছিল বলেই সাফল্য এসেছে বলে মনে করেন আশরাফুল, ‘আমাদের সবার মধ্যে একটা সুন্দর সমঝোতা ছিল। সম্প্রীতির বন্ধন ছিল দারুণ। আমরা কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেটাররা সবাই একটা ইউনিট হিসেবে কাজ করেছি। তাই সাফল্যও ধরা দিয়েছে।’
০৭ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৬:৩২
‘পুষ্পা ২’ দেখতে গিয়ে মৃত্যু, আল্লু অর্জুনের ২৫ লাখ রুপি সহায়তার ঘোষণা
গতকাল শুক্রবার জানা যায় হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান ৩৫ বছর বয়সী নারী রেবতী। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে আইনি ঝামেলায় পড়েছেন আল্লু অর্জুন। এই দক্ষিণি অভিনেতা এবং প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবার জানা গেল, নিহত ওই নারীর পরিবারকে ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা) সহায়তার ঘোষণা দিয়েছেন আল্লু অর্জুন।৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লির সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে ৯টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারের আয়োজন ছিল। ভিড়ে ঠাসা এই প্রেক্ষাগৃহে পদপিষ্ট হয়ে রেবতী মারা যান।রেবতীর সঙ্গে ছিল তাঁর ১৩ বছরের ছেলে শ্রীতেজ। প্রেক্ষাগৃহে অস্বাভাবিক ভিড়ের কারণে দম বন্ধ হয়ে গিয়েছিল শ্রীতেজের। আর সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। ভিড়ে পদদলিত হয়ে নারীর মৃত্যু এবং তাঁর ছেলের আহত হওয়ার ঘটনার দুই দিন পর দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণি তারকা আল্লু অর্জুন। ক্ষতিগ্রস্ত ওই পরিবারের জন্য ২৫ লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।সেই সঙ্গে ওই আহত শিশুর চিকিৎসার সব ব্যয়ভার বহন করবেন তিনি। গতকাল এক্স হ্যান্ডেলে এসব জানিয়ে পোস্ট করেন এই তারকা। আল্লু অর্জুন পোস্টে লেখেন, তিনি ‘গভীরভাবে মর্মাহত’। শোকসন্তপ্ত পরিবারটির সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎসহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।
০৭ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:০৪
ফুটবলারদের ভোটে বছরের সেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো
ইউরোপ ছাড়লেও ইউরোপের পিছু ছাড়ছেন না ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ফুটবলের যেসব তালিকায় আগে শুধু ইউরোপে খেলা ফুটবলারদের দাপট দেখা যেত, সেখানে এখন মেসি-রোনালদোও ঢুকে পড়ছেন অনায়াসে। এবার ফিফপ্রোর ২০২৪ সালের বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকায়ও পাওয়া গেল এ দুজনের উপস্থিতি। ২৬ জনের এ তালিকায় ইউরোপের বাইরে থেকে শুধু এ দুজনই জায়গা পেয়েছেন।২০২৩ সালের জুনে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এর আগে জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানিয়ে রোনালদো যান সৌদি আরবের ক্লাব আল নাসরে। ইউরোপ ছাড়ার পর অনেকেরই ধারণা ছিল, এ দুজন হয়তো ফুটবলের বড় পুরস্কারগুলোর তালিকায় আর জায়গা পাবেন না। নিজেদের সেরা সময় পেছনে ফেলে আসা এবং বয়সের বিষয়টি বিবেচনায় নিলে ভাবনাটা একেবারের অযৌক্তিকও ছিল না।কিন্তু সেসব ভাবনাকে মিথ্যা প্রমাণ করে এখনো বৈশ্বিক পুরস্কারগুলোর তালিকায় জায়গা করে নিচ্ছেন এ দুজন। কদিন আগে থেকে আলোচনায় এসেছিলেন মেসি। আর এবার ফিফপ্রোর বর্ষসেরা একাদশের তালিকায় পাওয়া গেল মেসি-রোনালদো দুজনেরই উপস্থিতি।এই একাদশ নির্বাচনে ভোট দেন ফুটবলাররাই। যেখানে সর্বোচ্চ ১৭ বার একাদশে জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আর পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো জায়গা পেয়েছেন ১৫ বার। ২০০৭ সাল থেকে মেসি প্রতিবারই এই একাদশে জায়গা পেয়েছেন। অন্যদিকে রোনালদো ২০২২ ও ২০২৩ সালে এই একাদশে জায়গা না পাওয়ায় মেসির চেয়ে পিছিয়ে পড়েছেন।
০৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:২৩
ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় সাতজনকে আটক করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় সাতজনকে আটক করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে ত্রিপুরার তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ত্রিপুরা সরকার মঙ্গলবার তিন পুলিশ সদস্যকে বরখাস্ত এবং একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। ত্রিপুরার একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, ‘সোমবারের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বিজেপি সরকার। এ ঘটনায় সাব-ইন্সপেক্টর দিলু জামাতিয়া, দেবব্রত সিনহা ও জয়নাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া সহকারী কমান্ড্যান্ট কান্তি নাথ ঘোষকে বদলি করা হয়েছে।’ দায়িত্বে অবহেলার অভিযোগে চার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।এদিকে কূটনৈতিক মিশনে হামলার ঘটনার পর আগরতলায় বাংলাদেশ মিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এ ঘটনার নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি থাকলেও এ ধরনের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
০৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:১৩
ভারতকে বুঝতে হবে, এটা হাসিনার বাংলাদেশ নয় : আসিফ নজরুল
সোমবার (০২ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটিপোস্ট করেন তিনি। ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ভারতকে বলি, আমরা সমমর্যাদা আর সমানাধিকার ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী। শেখ হাসিনার সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত-তোষণ নীতিতে বিশ্বাসী ছিল। তবে ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল। এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের।ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ভবনে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ভারতীয়রা। এ ঘটনায় কড়া প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন আইন ও বিচারবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন তছনছ করা হয়েছে, বাংলাদেশের পাতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। (প্রশ্ন করি, এই ঘটনা ‘মুসলিম সংঘর্ষ সমিতি’ নামের কোন সংগঠন বাংলাদেশে করলে কেমন আক্রমণাত্মক প্রচারণায় মেতে উঠত ভারত?) আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের। তারা এটি করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার নিন্দা জানাই। নিন্দা জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যের। ভারতের বিভিন্ন অঞ্চলে যা ঘটে, সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের ওপর, এর জন্য বরং উল্টো ভারতের (এবং মমতার) লজ্জিত হওয়া উচিত। ভারতকে বলি, আমরা সমমর্যাদা আর সমানাধিকার ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী। শেখ হাসিনার সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত-তোষণনীতিতে বিশ্বাসী ছিল। তবে ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল। এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের।