মৌচাক সাহিত্য সংসদ আয়োজনে অনুষ্ঠিত হলো সাহিত্য ও সংস্কৃতি শিল্প ভাবনার আড্ডা
মৌচাক সাহিত্য সংসদ আয়োজনে অনুষ্ঠিত হলো সাহিত্য ও সংস্কৃতি শিল্প ভাবনার আড্ডা, আড্ডার মধ্যমণি হিসেবে ছিলেন কবি কামরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ৭০ দশকের কবি জাহাঙ্গীর ফিরোজ। কবি আল হাফিজের সভাপতিত্ব অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন :কবি জামিল জাহাঙ্গীর, শামস আরেফিন , কাজী জিয়া, আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন : হুমায়ুন কবির বর্ষণ, কবি শুভেন্দু সাহা, জাহাঙ্গীর ওবাইদুল্লাহ, গোলাম মোস্তফা তাপস, নাসরিন সুলতানা, কবি জুয়েল এনামুল, আলতাফ হোসাইন রানা, মোহাম্মদ জামিল উদ্দিন মিয়া, কবি আরিফ জামান, কবি মানসুর আজিজ, অনন্ত হীরা। অনুষ্ঠানের আয়োজক হিসেবে ছিলেন কবি রানা হোসেন। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন বশিরুল আলম নান্নু।