আলু ও পেয়াঁজের দাম এখনও ঊর্ধ্বমুখী
নিত্যপণ্য আলু ও পেয়াঁজের দাম এখনও ঊর্ধ্বমুখী, বাজারে এখন প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে, যা গত মাসে ৫৫-৬০ টাকা ছিল । দেশি পেঁয়াজের দাম ১১০-১২০ টাকা থেকে বেড়ে ১৪০-১৫০ টাকায় উঠেছে। তবে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ১২০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। পেঁয়াজের ঝাঁজ আলুতেও থাকায় ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। বাজারে গিয়ে ক্ষোভ প্রকাশ প্রকাশ করেছেন তারা।
প্রতিবছর এ সময়ে দাম বাড়ে। তবে এ বছর শুরু থেকে দাম চড়া। এরপর এখন বেড়ে আরও বাজার অস্থিতিশীল হয়েছে।
সবজি, ডিম, মুরগির দাম কমায় ক্রেতাদের মনে যে স্বস্তি এসেছে, তা শেষ হয়ে যাচ্ছে এই দুই পণ্য কিনতে গিয়ে ক্রেতারা বলছেন মাসে একটি পরিবারের পাঁচ কেজি আলু আর পাঁচ কেজি পেঁয়াজ কিনতে খরচ হবে এক হাজার টাকা।
বাজারে সবজির দাম অনেকটা কমেছে গত মাসের তুলনায়। এরমধ্যে ঢ্যাঁড়স, পটোল, ঝিঙা, চিচিঙা ৫০-৬০ টাকায় নেমে এসেছে। এছাড়া বেগুন, বরবটি, করলা ও কাঁকরোল ৮০-১০০ টাকায় ও পেঁপে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও এসব সবজির দাম ১০০ টাকার ওপরে ছিল।
অপরদিকে, ফুলকপি ৫০ টাকা থেকে কমে ৩০ টাকা এবং লাউ ৮০-১০০ টাকা থেকে ৫০-৬০ টাকায় নেমেছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে।