ফেনীসহ দেশের বন্যা পরিস্থিতি নিয়ে বিপিসি'র উদ্বেগ ও জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান
ফেনীসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি নিয়ে বিপিসি'র উদ্বেগ প্রকাশ ও জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান
ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় কয়েকদিনের টানা ভারি বৃষ্টিপাত এবং ভারতীয় পাহাড়ি ঢলের কারণে হঠাৎ করে সৃষ্ট বন্যা পরিস্থিতি এক মানবিক সংকটের জন্ম দিয়েছে। ফেনীর মহুরী, সিলোনিয়া, কহুয়া সহ বেশীরভাগ নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। বহু ঘরবাড়ি, সড়ক, কৃষিজমি ও জনপদ পানিতে ডুবে গেছে।
বিশেষ করে ফেনী জেলার ফুলগাজী, পরশুরামসহ বেশ কয়েকটি উপজেলায় বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে, মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে, এবং বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের সংকট দেখা দিচ্ছে। শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
এই পরিস্থিতিতে “বাংলাদেশ পাবলিক কোয়ালিশন- বিপিসি” সরকারের সংশ্লিষ্ট দপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসন এবং বেসরকারি সংস্থাগুলোর প্রতি নিম্নোক্ত জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য জোর আহ্বান জানাচ্ছে:
১. দ্রুত উদ্ধার অভিযান চালানো:
বন্যাকবলিত এলাকায় উদ্ধারকাজ জোরদার করতে হবে। যেখানে সড়কপথ বিচ্ছিন্ন, সেখানে বিকল্প মাধ্যমে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হবে।
২. খাদ্য ও জরুরি ত্রাণ নিশ্চিত করা:
ত্রাণ সামগ্রীর মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, বেবি ফুড, ওষুধ ও স্যানিটারি সামগ্রীর দ্রুত ও সুষম বিতরণ নিশ্চিত করতে হবে। যেন বন্যাকবলিত কোনো এলাকা বা জনগোষ্ঠী ত্রাণ থেকে বঞ্চিত না হয়।
৩. স্বাস্থ্যসম্মত ও নিরাপদ আশ্রয়কেন্দ্র গড়ে তোলা:
আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত জায়গা, শৌচাগার, আলাদা নারী ও শিশু কর্নার, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পানিবাহিত রোগ ও সংক্রমণ প্রতিরোধে মেডিকেল টিম মোতায়েন করা জরুরি।
৪. স্বচ্ছ তথ্য ও সমন্বিত কর্মকৌশল:
দুর্যোগকালীন তথ্য ও পরিসংখ্যান জনসাধারণের কাছে স্বচ্ছভাবে তুলে ধরতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সব সংস্থা ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বৃদ্ধি করতে হবে যাতে সাড়া দেওয়া দ্রুত ও কার্যকর হয়।
৫. পাউবো (ফেনী) নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারকে শাস্তি প্রদান:
বাঁধ নির্মাণে বিলম্ভ ও অনিয়মের কারনে পানি উন্নয়ন বোর্ডের ফেনী জেলার নির্বাহী প্রকৌশলীকে শাস্তি ও অপসারন ও ঠিকাদার প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনতে হবে।
৬. দীর্ঘমেয়াদি নদী ব্যবস্থাপনা ও প্রতিবেশ নির্ভর নীতিমালা:
প্রতিবছর বর্ষা মৌসুমে ভারতীয় সীমান্ত ঘেঁষা এলাকা থেকে ঢলে বন্যা সৃষ্টি হচ্ছে। এই পুনরাবৃত্ত দুর্যোগ ঠেকাতে আন্তঃসীমান্ত পানির ন্যায্য ব্যবস্থাপনা ও পূর্ব সতর্কতা ব্যবস্থাকে বাধ্যতামূলক করা জরুরি। পাশাপাশি জলাধার, খাল ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা করতে হবে।
৭. টেকসই বাঁধ নির্মাণ ও আধুনিক প্রযুক্তি নির্ভর বাঁধ ব্যবস্থাপনা:
দ্রুত সময়ের মাঝে টেকসই বাঁধ নির্মাণ ও আধুনিক প্রযুক্তি নির্ভর বাঁধ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
৮. গণ কমিটি ও গণ শুনানি:
ফেনীর বন্যা ও টেকসই বাধঁনির্মাণ কাজের জন্য একটি গণ কমিটি গঠন, কাজের সার্বিক অগ্রগতি জানিয়ে প্রতিমাসে গনশুনানির আয়োজন ও আপডেট জনগনকে অবহিত করা।
এই দুর্যোগের সময় আমাদের মানবিক দায়িত্ব সর্বোচ্চভাবে পালন করতে হবে। “বাংলাদেশ পাবলিক কোয়ালিশন” মনে করে, এই সংকট শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়—এটি একটি নীতিগত পরীক্ষা, যার মাধ্যমে রাষ্ট্রের প্রস্তুতি, জনগণের সহমর্মিতা ও সুশাসনের কার্যকারিতা যাচাই হয়।
আমরা দেশের সরকার, সকল জনগণ, সংগঠন ও আন্তর্জাতিক সহযোগীদের প্রতি আহ্বান জানাই—এই সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হোন, সহায়তার হাত বাড়ান, যেন একটি প্রাণও অনাহারে না থাকে, যেন একটিও পরিবার বিনা আশ্রয়ে না থাকে।
বাংলাদেশ পাবলিক কোয়ালিশন এর পক্ষে
সাইদুল ইসলাম
ওমর ফারুক
ড. শামীম হামিদী
মু. আবিদুর রহমান
রাবেয়া আক্তার
আবদুল আজিজ
সাঈদ আহমেদ সরকার
সংশ্লিষ্ট
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও চিকিৎসাধীন আহতদের সুস্থতা কামনায় ২৫ জুলাই ২০২৫ ইং শুক্রবার বিকাল ৪:০০ টায় সোনাগাজী সমিতি ঢাকার উদ্যোগে সমিতির নিজস্ব কার্যালয় আকরাম টাওয়ার ৩য় তলা বিজয় নগর ঢাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন সমিতির সন্মানিত সভাপতি জনাব মেজবাহ উদ্দিন খান কিসলু (সি আই পি), সহ সভাপতি জনাব নাজমুল করিম দুলাল, সহসভাপতি জনাব ইব্রাহিম বাহার, যুগ্ম সম্পাদক জনাব এডভোকেট সালাউদ্দিন শিমুল, সুলতান মোঃ কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ জনাব নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম রাজ, জনাব আমির হোসেন জনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকরাম হোসেন রিংকু,দপ্তর সম্পাদক জনাব নুরুল করিম ভূইয়া,সহদপ্তর সম্পাদ সাহাদাত হোসেন হেলাল,র্নিবাহী সদস্য মোহাম্মদ মোস্তফাসহ সমিতির সন্মানিত নের্তৃবৃন্দ।এছাড়া আরও উপস্থিত ছিলেন সমিতির সন্মানিত দাতা সদস্য ও আজীবন সদস্যবৃন্দ ।দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মুফতি আমিমুল এহসান সাহেব।
“আম্মু আমি আজ স্কুলে যাব না।”৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,“একদম না যাওয়ার বায়না ধরবে না জুনায়েদ। যেতে হবে, চলো রেডি হও।”“মা, ভালো লাগছে না আমার। কাল থেকে যাই?”“না, বাবা এখনি যেতে হবে। স্কুল থেকে আসার পর, তোমাকে নিয়ে ঘুরতে যাব। কেমন?”জুনায়েদের চোখ চকচক করে উঠল। বলল,“সত্যি!”“হ্যাঁ, সত্যি।”জুনায়েদকে স্কুলের জন্য রেডি করে মা, আর ছেলে বেরিয়ে পড়লো। স্কুল গেইটে জুনায়েদকে নামিয়ে মা হেসে বললেন,“আম্মু, বাসায় গিয়ে চিকেন রান্না করব, তোমার জন্য। ঠিক আছে?”“ওকে, আম্মু।”জুনায়েদের মা, রান্না করছিল। হঠাৎ নিউজ পেল, জুনায়েদের স্কুলে বিমান ক্র্যাশ করেছে। হাত থেকে চিকেনের পাতিলটা পড়ে গেল। কাঁ'পা কাঁ'পা হাতে জুনায়েদের বাবাকে কল দিলো। তারপর, ছুটে বেরুলো ছেলেকে খুঁজতে। “জুনায়েদ, ঠিক আছেতো?”তারপর? তারপর, ২ ঘন্টা খোঁজার পর, হঠাৎ দেখতে পেলো, “পো/ড়া দে'হ নিয়ে জুনায়েদ তার আম্মুর দিকেই এগিয়ে আসছে। মুহুর্তেই পড়ে গেল মা'টিতে। শেষ নি’শ্বা’স ত্যাগ করলো জুনায়েদ। কলিজা কাঁ/পি/য়ে দেওয়ার মত চিৎ’কা’র করে উঠল জুনায়েদের বাবা-মা। মা কান্না করতে করতে বললেন,“আমার বাজান, আমার বাজানে, না করছিল আম্মু আজ আমি স্কুলে যাব না। আমি জো'র করে পাঠিয়েছি। আমার বাজানে আজকে বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার সাথে। ওহ বাজান, চিকেন খাইবা না তুমি? আব্বা, আমারে নিঃস্ব করে তুমি কই চইলা গেলা আব্বা?”জুনায়েদের আর বাসায় ফেরা হলো না, চিকেন খাওয়া হলো না, তার আম্মুর সাথে ঘুরা হলো না, আর, হোমওয়ার্কও করা হলো না।©মারশিয়া জাহান মেঘমাইলস্টোন কলেজ, ঢাকা উত্তরা।২১ জুলাই ২০২৫ ( ইতিহাসের কালো অধ্যায়)
জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন একজনের মৃত্যুরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান প্রথম আলোকে চিকিৎসাধীন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেল।একের পর এক দগ্ধদের নেওয়া হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউটেরাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। একের পর এক দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে। আজ সোমবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত সেখানে ২৮ জনকে ভর্তি করা হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলছেন, দগ্ধদের বেশির ভাগই শিক্ষার্থী। তবে তাৎক্ষণিকভাবে দগ্ধদের নাম পরিচয় জানা যায়নি।আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়।এ ঘটনায় মোট কতজন হতাহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আজ বেলা দুইটার কিছু পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান প্রথম আলোকে বলেন, আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলা ১টা ১৮ মিনিটে এ দুর্ঘটনার খবর পাওয়া যায়। মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়। তাদের ইউনিটগুলো পৌঁছায় বেলা ১টা ২২ মিনিটে। এখন উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ করছে।
ফেনীতে বারবার বন্যা: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে ফেনীর শহীদ মিনারে মানববন্ধনআজ (১২ জুলাই,২০২৫) বিকেল ৩ টায়, ফেনীর শহীদ মিনারে “ফেনী বাঁধ নির্মাণ ও সংরক্ষণ পরিষদের”র উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। সাম্প্রতিক সময়ে ফেনী জেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাত ও ভারতীয় পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যা, মানুষের জানমাল ও জীবিকা বিপন্ন হওয়ার প্রেক্ষাপটে টেকসই বাঁধ নির্মাণ ও সংরক্ষণের দাবিতে ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিমের সভাপতিত্বে ও ওমর ফারুক শুভ'র পরিচালনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে "ফেনী বাঁধ নির্মাণ ও সংরক্ষণ পরিষদ" এর পক্ষ থেকে পাঁচ দফা দাবি ঘোষণা করেন ফেনী বাঁধ নির্মাণ ও সংরক্ষণ পরিষদের অন্যতম উদ্যোক্তা এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী।রিজভী বলেন, অনতিবিলম্বে পাঁচ দফা না মানলে আরো কঠোর কর্মসূচি প্রদান করা হবে। পাচঁ দফা দাবিসমুহ:১. ফেনী জেলা পাউবো নির্বাহী প্রকৌশলীকে অপসারণ ও শাস্তি দিতে হবে। ২. সরকারের স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প ইমেডিয়েটলি একনেকে পাশ করে বাস্তবায়নের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দিতে হবে। ৩. প্রতি মাসে ফেনী পাউবো মাঠে গণশুনানির মাধ্যমে জনগনকে বাঁধ নির্মাণ ও সংরক্ষণ আপডেট জানাতে হবে। ৪. এবারের বন্যার জন্য দায়ী বাঁধ নির্মাণের ঠিকাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। ৫. বল্লা মুখা বাঁধ নির্মান ও মুছাপুর ক্লোজার পুনঃনির্মাণের পাশাপাশি বাঁধ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা নিতে হবে। এবি পার্টির সহ সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম বাদল বলেন, টিএসসির অনুদান ও প্রধান উপদেষ্টার তহবিলের টাকা ফেনীর জন্য তুলা হলেও এ টাকা কোন কাজে লাগায় নাই। এ টাকার হিসেব সরকারকে দিতে হবে। শুধু এই টাকা দিয়েও বাঁধের কাজ শুরু করা যেতো।জামায়াতের জেলা প্রচার সম্পাদক আনম আবদুর রহিম বলেন, এ বন্যার দায় কিছুতেই ফেনী জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এড়াতে পারে না। তাই দায়িত্বজ্ঞানহীন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নিতে হবে। জেলা যুবদল নেতা জামাল উদ্দিন গাজী বলেন, আমার টেকসই বাঁধের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো। বাঁধ নিয়ে ফেনীর মানুষ আর কোন গড়িমসি চলবে না। প্লাটফর্মের অন্যতম উদ্যোক্তা ইন্জিনিয়ার এনামুল হক আজিম বলেন, রেমিট্যান্স এর দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ জেলা ফেনী হলেও এ জেলার বন্যা, বাঁধ নিয়ে সরকার উদাসীন। আমরা ফেনীবাসী ত্রান নয়, টেকসই বাঁধ চাই।পরশুরামের বাসিন্দা ফেনী এভারকেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর ব্যাবস্থাপনা পরিচালক আবদুল গফুর বলেন, বর্ষাকাল এলেই ফেনীবাসী বন্যার আতংকে থাকে।আমরা এই আতংকের অবসান চাই।প্রতি বছর ব্যবসায়ীরা কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফেনী গুরুত্বপূর্ণ জেলা হওয়ার পর ও এমন পরিস্থিতি কোনভাবেই কাম্য নয়।ফুলগাজীর বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম শামীম বলেন, আমরা ফেনীবাসী ত্রানের কাঙাল না, এমনিতেই ফেনীর মানুষ টাকাওয়ালা। আমরা টেকসই ও স্থায়ী বাঁধ চাই এবং এটা অতিসত্বর করতে হবে। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক সায়েম শিপলু, খেলাফত মজলিসের জেলা নেতা আজিজ উল্লাহ আহমদী, কাজী সালাহউদ্দিন, সোহরাব হোসেন শাকিল, সালাহ উদ্দিন শাওন, জাতীয়তাবাদী প্রজন্ম দল ফেনী জেলা নেতা সুমন পাটোয়ারী, মো: ইদ্রিস আলী, ওসমান গণি জাহিদ, ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের প্রতিনিধি বাপ্পি, এমসি বয়েস ক্লাবের প্রতিনিধি রবিন, তুহিন, মারুফ প্রমুখ । সকল বক্তার একটাই আহ্বান—"প্রকল্প নয়, চাই টেকসই বাঁধ ও স্থায়ী সমাধান!মানববন্ধনে শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের ফেনীবাসী উপস্থিত ছিলেন।