স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ।
দেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী জাহাজ সরাসরি এসে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভিড়েছে । গত কয়েকদিন ধরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে অনেক আগ্রহ তৈরি হয়েছে ।
পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা 'এমভি ইউয়ান জিয়ান ফা ঝং' নামের ওই জাহাজটি গত ১৩ ই নভেম্বর চট্টগ্রাম বন্দরে এসে ভিড়েছিলো। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্য খালাস হয়ে গেলে পরদিনই জাহাজটি বন্দর ত্যাগ করেছে।
কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, ''ফ্রেবিকস, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেশিয়াম কার্বোনেট, ডলোমাইট আছে।''এসব পণ্যের ওজন ছয় হাজার ৩৩৭ টন । এর মধ্যে ১১৫ কন্টেইনারে রয়েছে সোডা অ্যাশ । ডলোমাইট রয়েছে ৪৬টি কন্টেইনারে।
কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, কন্টেইনারগুলোর মধ্যে বেশিরভাই টেক্সটাইল শিল্পের কাঁচামাল। এর মধ্যে আরো আছে কাঁচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং, কাঁচামাল কাপড়। ৪২টি কন্টেইনারে রয়েছে পেঁয়াজ । ১৪টি কন্টেইনারে রয়েছে আলু ।
এসব পণ্য আমদানি করেছে বাংলাদেশের আকিজ গ্লাস কারখানা, প্যাসিফিক জিনস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, নাসির গ্লাস, এক্স সিরামিকস, হাফিজ করপোরেশন, এম আর ট্রেডিংস ইত্যাদি প্রতিষ্ঠান। সবগুলো কন্টেইনার করাচি থেকে জাহাজে লোড হয়নি । কিছু কন্টেইনার দুবাই থেকে জাহাজটিতে লোড করে বাংলাদেশে আনা হয়েছে।