কোচ হিসেবে প্রথম টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন
রংপুর রাইডার্সের হয়ে কোচ হিসেবে অভিষেক হয়েছে মোহাম্মদ আশরাফুলের। দলটির প্রধান সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। দলটির হয়ে প্রথম টুর্নামেন্টেই বাজিমাত করেছেন তিনি।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গ্লোবাল সুপার লিগের শিরোপা জয় করেছে রংপুর রাইডার্স। দলটির হেড কোচ হিসেবে কাজ করছেন মিকি আর্থার। তার সঙ্গে কাজের অভিজ্ঞতাও দারুণ নবীন কোচ আশরাফুলের। কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টেই আন্তর্জাতিক একটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানিয়ে দেশের একটি গণমাধ্যমকে আশরাফুল বলেছেন, ‘কী যে ভালো লাগছে, অনুভূতি বলে বোঝাতে পারব না। আমি খুব খুশি, উদ্বেলিত, পুলকিত। বারবার মনে হচ্ছে খেলোয়াড়ি জীবনের মত কোচিং ক্যারিয়ারের শুরুটাও হলো দারুণ। এখন এটা ধরে রাখতে হবে।’
রংপুর রাইডার্সের ক্রিকেটার-কোচিং স্টাফ ও ফ্র্যাঞ্চাইজি এবং ম্যানেজমেন্টের সমন্বয় দারুণ ছিল বলেই সাফল্য এসেছে বলে মনে করেন আশরাফুল, ‘আমাদের সবার মধ্যে একটা সুন্দর সমঝোতা ছিল। সম্প্রীতির বন্ধন ছিল দারুণ। আমরা কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেটাররা সবাই একটা ইউনিট হিসেবে কাজ করেছি। তাই সাফল্যও ধরা দিয়েছে।’