চিত্রনায়িকা অঞ্জনা রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন, কাঁদছেন তাঁর ছেলে
চিত্রনায়িকা অঞ্জনা রহমান ঢাকার একটি হাসপাতালে আট দিন ধরে চিকিৎসাধীন। প্রথমে তাঁকে আইসিইউতে ভর্তি করানো হয়। এরপর তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়। ২৪ বছর বয়সী ছেলে নিশাত রহমান আজ সোমবার দুপুরে প্রথম আলোকে বললেন, ‘জন্মের পর আম্মুকে এভাবে হাসপাতালে দেখিনি। কোনো দিন যে অসুস্থ হয়েছেন, এটাও মনে পড়ছে না।’
নিশাত রহমানের সঙ্গে যখন কথা হচ্ছিল, তাঁর মা অঞ্জনার অসুস্থতার কথা বলে তখন কাঁদছিলেন তিনি। নিশাত বললেন, ‘আট দিন ধরে আম্মু হাসপাতালে ভর্তি থাকলেও ১৫ দিন ধরে তিনি অসুস্থ। শুরুতে জ্বর ছিল। সারা শরীর কেঁপে জ্বর আসত। এরপর আবার জ্বর চলে যেত। কিন্তু একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। জ্বর কোনোভাবেই সারছিল না। পরীক্ষা–নিরীক্ষা শেষে জানা যায় আম্মুর রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে আম্মুকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম দুদিন পরিস্থিতি ভালো ছিল না। আইসিইউতে দুদিন রাখার পর সিসিইউতে আনা হয়েছে। গতকাল চিকিৎসক আমাদের জানিয়েছেন, ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন আম্মুকে। আমার আম্মু ভীষণ দুর্বল হয়ে গেছেন। তাঁকে এভাবে হাসপাতালের বিছানায় দেখতে ভালো লাগছে না। কষ্ট হচ্ছে।
নিশাত রহমান বললেন, চিকিৎসক জানিয়েছেন রক্তের সংক্রমণ কমে এসেছে। তবে শারীরিকভাবে আম্মু প্রচণ্ড দুর্বল। স্বাভাবিক খাবারদাবার শুরু করেছেন।
চিত্রনায়িকা অঞ্জনার ছেলে জানান, তাঁর মায়ের অসুস্থতার খবর কাউকে জানাতে চাননি। তিনি বলেন, ‘আম্মু ভেবেছিলেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। অযথা নিজের অসুস্থতার কথা জানিয়ে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি। কিন্তু এত দিন ধরে তো তাঁর মতো শিল্পীর অসুস্থতার কথা লুকিয়ে রাখা যায় না।’
অভিনেত্রী অঞ্জনার এক ছেলে ও এক মেয়ে। দুজনেই মায়ের সঙ্গে আছেন। বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। ‘দস্যু বনহুর’ দিয়ে তাঁর শুরু। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেছেন অঞ্জনা। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।
সংশ্লিষ্ট
অভিনেত্রী তাসনিয়া ফারিণ ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। মায়ের ইচ্ছাতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে কাজ করেন। সে বছরই ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে কাজ করে বেশ পরিচিতি পান তিনি। এরপর আর তাকে পেছনে ফিরে যেতে হয়নি। নাটক-বিজ্ঞাপনের পর সিনেমাতেও নিয়মিত কাজ করে চলেছেন তাসনিয়া ফারিণ।অভিনেত্রী অভিনয় দক্ষতা দিয়ে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। সেই সঙ্গে এর পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন নিজের ভালো লাগার-মন্দ লাগার বিষয়গুলো। সেই ধারাবাহিকতায় এবার সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন তিনি।তাসনিয়া ফারিণশেয়ার করা ছবিতে দেখা যায়, প্রকৃতির মাঝে ধরা দিয়েছেন ফারিণ। চোখের চাহনি, মিষ্টি হাসি আর খোলা চুলে ভক্তদের মাঝে নজর কেড়েছেন অভিনেত্রী। শেয়ার করা ছবির ক্যাপশনে ফারিণ লিখেছেন—এই শহরটা থেকে একটু দূরে কোথাও চলে যাই কিছুক্ষণ।আর এতেই ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়ে তোলেন। কমেন্ট বক্সে অভিনেত্রীর রূপের প্রশংসা করে এক নেটিজেন লিখেছেন—ওয়াও কি সুন্দর প্রকৃতি! আর তার সঙ্গে আমাদের সুন্দরী ফারিণ আপু। আরেক নেটিজেন ভালোবাসার ইমোজি সঙ্গে জুড়ে দিয়ে লিখেছেন—আপনার থেকেও বেশি সুন্দর আপনার ওই হাসিমাখা মুখ।
ভারতের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা অভিনেত্রী শেফালী জারিওয়ালা আর নেই। ৪২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।অভিনেত্রীর স্বামী অভিনেতা পরশ ত্যাগী তাকে হাসপাতালে নিয়ে যান বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। তবে এখনো পর্যন্ত শেফালীর মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে তিনি হার্ট অ্যাটাক করেছেন বলেই ধারণা করা হচ্ছে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের রিমেক ভিডিওতে পারফর্ম করার মাধ্যমে আলোচনায় আসেন শেফালী। এরপর তেমন উল্লেখযোগ্য আর কোনো প্রজেক্টে কাজ করতে না পারলেও সেই ‘কাঁটা লাগা’ গানের কারণেই তাকে মনে রেখেছেন ভক্তরা। ২০১৯ সালে রিয়েলিটি শো বিগ বস ১৩-তেও অংশগ্রহণ করেছিলেন মুম্বাইয়ে জন্ম নেওয়া এই অভিনেত্রী।
মা হয়েছেন অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। থাইল্যান্ডের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি অভিনেত্রী নিজেই জানিয়েছেন।শনিবার রাতে নিজের ফেসবুকে সন্তানের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন স্বাগতা। তবে সদ্যজাত কন্যার মুখ দেখেননি অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘এই পৃথিবীতে স্বাগতম মরিয়ম শোরবজোয়া শানু আজাদ।’মাস দুয়েক আগে থাইল্যান্ড উড়ে যান স্বাগতা। উদ্দেশ্য ছিল স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব। দেশের চিকিৎসকরা সার্জারির পরামর্শ দেওয়ায় সন্তান প্রসব করতে থাইল্যান্ড যান অভিনেত্রী। গত বছরের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন স্বাগতা। তার স্বামী লন্ডন প্রবাসী। বিয়ের এক বছরের মাথায় মা হওয়ার সুখবর দিয়েছিলেন অভিনেত্রী।
বিনোদন জগতের ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির শুরুটা শিশুশিল্পী হিসেবে হলেও সময়ের সঙ্গে তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন নতুন সিনেমা। যদিও তিনি শিশুশিল্পী হিসেবেই সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সময়ের সঙ্গে নিজেকে গড়ে তুলেছেন নায়িকা হিসেবেই। বর্তমানে দীঘির সিনেমার ব্যস্ততা একেবারে কম নয়। অভিনেতা মামনুন ইমনের বিপরীতে একটি নতুন সিনেমায় তাকে দেখা যাবে। সূত্র জানায়, রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প 'দেনাপাওনা' এবার বড়পর্দায় আসছে। পরিচালক সাদেক সিদ্দিকীর নির্মাণে সরকারি অনুদানের এই সিনেমার গল্পের নামেই নির্মিত হবে। সেখানে অভিনয় করবেন দীঘি।এর আগে গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত এম রহিম পরিচালিত 'জংলি' সিনেমায় সিয়ামের বিপরীতে দীঘিকে দেখা যায়। এরপর তাকে আর কোনো নতুন কাজে দেখা যায়নি। তবে প্রেক্ষাগৃহে অন্যান্য নায়িকার পাশাপাশি সহ-অভিনেত্রী হিসেবে দীঘি রয়েছেন বেশ দাপুটে অবস্থানে। এ ছাড়া পর্দার বাইরে সামাজিক মাধ্যমে সরব থাকেন দীঘি। বিভিন্ন সাজে নিজেকে উপস্থাপন করেন এবং ভক্তদের সামনে নিয়মিতই ধরা দেন এ অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একাধিক ছবি প্রকাশ করেন তিনি। এতে দেখা যায়, একটি নীল-সোনালি গাউন পরে পোজ দিয়েছেন দীঘি। তবে আগের তুলনায় অভিনেত্রী এবারের উপস্থিতি ছিল অনেকটাই সাহসী ও খোলামেলা। এ সময় খানিকটা খোলামেলা অবস্থায় ভক্ত-অনুরাগীরা তাকে দেখতে পান। দীঘির এই মোহনীয়-আবেদনময়ী লুক যে রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছে অনুরাগীদের মাঝে, তা আর বলার বাকি রাখে না।