ঘোষণার আগে বিয়ের খবর ছড়িয়ে পড়ায় বিব্রত পড়শী, খবরটা প্রকাশ্যে আনতে চাননি
পড়শী-নিলয়ের গল্পটা ১৬ বছরের পুরোনো। একই রিয়েলিটি শোতে প্রতিযোগী ছিলেন দুজন। সেই আসরে পড়শী হন দ্বিতীয় রানারআপ আর সেরা ছয়ে গিয়ে বাদ পড়ে যান নিলয়। এরপর ১৬ বছরের বেশি দেশেই গানে গানে পার করে দিয়েছেন পড়শী। অন্যদিকে রিয়েলিটি শোর দুই বছর পর ২০১০ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নিলয়। তবে দুই দেশের বাসিন্দা হয়েও তাঁদের একসূত্রে গেঁথে রাখে প্রেম। একপর্যায়ে গত ৪ মার্চ পড়শীর উত্তরার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের কাজটাও সেরে ফেলেন তাঁরা। খবরটা প্রকাশ্যে আনতে চাননি তাঁরা। নানা সূত্র থেকে নিশ্চিত হয়ে গত রোববার অনলাইনে খবরটি প্রকাশ করে প্রথম আলো। এরপরই গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে আনুষ্ঠানিকভাবে ভক্তদের সুখবরটি দেন পড়শী। ফেসবুকে গায়িকা লিখেছেন, ‘“ক্ষুদে গানরাজ” প্রতিযোগিতায় আমাদের পরিচয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি। এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্ত।’
ফেসবুক পোস্টে পড়শী আরও লিখেছেন, ‘২০২৪-এ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছুদিনের জন্য দেশে এসেছিল হামিম নিলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আক্দ হয়। যেহেতু আমরা দুজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও। সব ঠিক থাকলে শিগগিরই নিলয়ের দেশে আসার কথা রয়েছে। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে।’
পরে বিয়ে প্রসঙ্গে পড়শীর বড় ভাই স্বাক্ষর এহসান বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি পড়শী ও নিলয়ের আনুষ্ঠানিক ফটোশুট হবে। ইচ্ছা ছিল, ফটোশুটের সেই স্থিরচিত্র প্রকাশ করে বিয়ের খবরটি সবাইকে জানাব। কিন্তু তা আর হলো কই।’ এহসান জানালেন, আগামী ২৭ অথবা ২৮ ফেব্রুয়ারি দুই পরিবার পড়শী ও নিলয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের কথা ভাবছে। কোনো কারণে যদি সেদিন অনুষ্ঠান করা সম্ভব না হয়, তাহলে ঈদের পর এ আয়োজন করা হবে।
গান ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন পড়শী। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন পড়শী। গত বছর ইমরানের সঙ্গে তাঁর দ্বৈত গান ‘কথা একটাই’ আলোচিত হয়। দুই বছর আগে অভিনয়েও নাম লিখিয়েছেন পড়শী। ‘মারিয়া ওয়ান পিস’ নামের নাটকটিতে পড়শীর সহশিল্পী ছিলেন ঋষি কৌশিক। এরপর বিশেষ দিবস উপলক্ষে নির্মিত বেশ কয়েকটি নাটকে তাঁকে দেখা গেছে। এ বিষয়ে পড়শীর ভাই এহসান বলেন, ‘দুই বছর ধরে নাটকে অভিনয় করছে পড়শী। এখন অনেক চিত্রনাট্য আসে। অনেক সময় সবকিছু পছন্দ না হলেও অনুরোধের কারণে সেই নাটকে পড়শীকে অভিনয় করতে হয়। কিন্তু সে চায় সবকিছু মিলে গেলেই অভিনয় করতে। প্রযোজনা করলে এমনটা সম্ভব। তাই পারিবারিকভাবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ঈদে প্রচারের লক্ষ্যে এখন গল্প লেখার কাজ চলছে, এটি বানাবেন মহিদুল মহিম।
সংশ্লিষ্ট
অভিনেত্রী তাসনিয়া ফারিণ ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। মায়ের ইচ্ছাতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে কাজ করেন। সে বছরই ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে কাজ করে বেশ পরিচিতি পান তিনি। এরপর আর তাকে পেছনে ফিরে যেতে হয়নি। নাটক-বিজ্ঞাপনের পর সিনেমাতেও নিয়মিত কাজ করে চলেছেন তাসনিয়া ফারিণ।অভিনেত্রী অভিনয় দক্ষতা দিয়ে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। সেই সঙ্গে এর পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন নিজের ভালো লাগার-মন্দ লাগার বিষয়গুলো। সেই ধারাবাহিকতায় এবার সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন তিনি।তাসনিয়া ফারিণশেয়ার করা ছবিতে দেখা যায়, প্রকৃতির মাঝে ধরা দিয়েছেন ফারিণ। চোখের চাহনি, মিষ্টি হাসি আর খোলা চুলে ভক্তদের মাঝে নজর কেড়েছেন অভিনেত্রী। শেয়ার করা ছবির ক্যাপশনে ফারিণ লিখেছেন—এই শহরটা থেকে একটু দূরে কোথাও চলে যাই কিছুক্ষণ।আর এতেই ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়ে তোলেন। কমেন্ট বক্সে অভিনেত্রীর রূপের প্রশংসা করে এক নেটিজেন লিখেছেন—ওয়াও কি সুন্দর প্রকৃতি! আর তার সঙ্গে আমাদের সুন্দরী ফারিণ আপু। আরেক নেটিজেন ভালোবাসার ইমোজি সঙ্গে জুড়ে দিয়ে লিখেছেন—আপনার থেকেও বেশি সুন্দর আপনার ওই হাসিমাখা মুখ।
ভারতের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা অভিনেত্রী শেফালী জারিওয়ালা আর নেই। ৪২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।অভিনেত্রীর স্বামী অভিনেতা পরশ ত্যাগী তাকে হাসপাতালে নিয়ে যান বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। তবে এখনো পর্যন্ত শেফালীর মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে তিনি হার্ট অ্যাটাক করেছেন বলেই ধারণা করা হচ্ছে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের রিমেক ভিডিওতে পারফর্ম করার মাধ্যমে আলোচনায় আসেন শেফালী। এরপর তেমন উল্লেখযোগ্য আর কোনো প্রজেক্টে কাজ করতে না পারলেও সেই ‘কাঁটা লাগা’ গানের কারণেই তাকে মনে রেখেছেন ভক্তরা। ২০১৯ সালে রিয়েলিটি শো বিগ বস ১৩-তেও অংশগ্রহণ করেছিলেন মুম্বাইয়ে জন্ম নেওয়া এই অভিনেত্রী।
মা হয়েছেন অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। থাইল্যান্ডের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি অভিনেত্রী নিজেই জানিয়েছেন।শনিবার রাতে নিজের ফেসবুকে সন্তানের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন স্বাগতা। তবে সদ্যজাত কন্যার মুখ দেখেননি অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘এই পৃথিবীতে স্বাগতম মরিয়ম শোরবজোয়া শানু আজাদ।’মাস দুয়েক আগে থাইল্যান্ড উড়ে যান স্বাগতা। উদ্দেশ্য ছিল স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব। দেশের চিকিৎসকরা সার্জারির পরামর্শ দেওয়ায় সন্তান প্রসব করতে থাইল্যান্ড যান অভিনেত্রী। গত বছরের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন স্বাগতা। তার স্বামী লন্ডন প্রবাসী। বিয়ের এক বছরের মাথায় মা হওয়ার সুখবর দিয়েছিলেন অভিনেত্রী।
বিনোদন জগতের ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির শুরুটা শিশুশিল্পী হিসেবে হলেও সময়ের সঙ্গে তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন নতুন সিনেমা। যদিও তিনি শিশুশিল্পী হিসেবেই সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সময়ের সঙ্গে নিজেকে গড়ে তুলেছেন নায়িকা হিসেবেই। বর্তমানে দীঘির সিনেমার ব্যস্ততা একেবারে কম নয়। অভিনেতা মামনুন ইমনের বিপরীতে একটি নতুন সিনেমায় তাকে দেখা যাবে। সূত্র জানায়, রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প 'দেনাপাওনা' এবার বড়পর্দায় আসছে। পরিচালক সাদেক সিদ্দিকীর নির্মাণে সরকারি অনুদানের এই সিনেমার গল্পের নামেই নির্মিত হবে। সেখানে অভিনয় করবেন দীঘি।এর আগে গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত এম রহিম পরিচালিত 'জংলি' সিনেমায় সিয়ামের বিপরীতে দীঘিকে দেখা যায়। এরপর তাকে আর কোনো নতুন কাজে দেখা যায়নি। তবে প্রেক্ষাগৃহে অন্যান্য নায়িকার পাশাপাশি সহ-অভিনেত্রী হিসেবে দীঘি রয়েছেন বেশ দাপুটে অবস্থানে। এ ছাড়া পর্দার বাইরে সামাজিক মাধ্যমে সরব থাকেন দীঘি। বিভিন্ন সাজে নিজেকে উপস্থাপন করেন এবং ভক্তদের সামনে নিয়মিতই ধরা দেন এ অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একাধিক ছবি প্রকাশ করেন তিনি। এতে দেখা যায়, একটি নীল-সোনালি গাউন পরে পোজ দিয়েছেন দীঘি। তবে আগের তুলনায় অভিনেত্রী এবারের উপস্থিতি ছিল অনেকটাই সাহসী ও খোলামেলা। এ সময় খানিকটা খোলামেলা অবস্থায় ভক্ত-অনুরাগীরা তাকে দেখতে পান। দীঘির এই মোহনীয়-আবেদনময়ী লুক যে রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছে অনুরাগীদের মাঝে, তা আর বলার বাকি রাখে না।