প্রয়াত প্রধান বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘চারুলতা পদক’-২০২৪ প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
আমাদের শিল্প-সাহিত্য, ইতিহাস, ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করে ২০ ডিসেম্বর ২০১০ সাল থেকে কাজ করে যাচ্ছে নিয়মিত ভাবে চারুলতা সংস্কৃতি সংসদ। শুরু থেকেই সুস্থ শিল্প সাহিত্য, উন্নয়ন ও সামাজিক সচেতনতাসহ সাহিত্যসভা, কবি-সাহিত্যিকদের স¦রণের অনুষ্ঠান ও প্রতিভা বিকাশে গুণী মানুষদের বিশেষ হিসেবে ‘চারুলতা পদক’ প্রদানের মাধ্যমে আজোও কাজ করছে। সংগঠনের ধারাবাহিকতায় প্রয়াত প্রধান বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, ‘চারুলতা পদক’-২০২৪ প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, সন্ধ্যা ৬টায়, বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না। স্মৃতিচারণ করেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের সাবেক তথ্য সচিব ও প্রয়াত প্রধান বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদের উত্তরসূরী সৈয়দ মার্গুব মোর্শেদ। সভাপতিত্ব করেন সংগঠক, নাট্যকার, নির্মাতা ও কবি রানা হোসেন। প্রধান আলোচক হিসেবে ছিলেন : এ্যাডভোকেট লতিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন : কবি আল হাফিজ, কবি শামস আরেফিন। বক্তব্য রাখেন: ঢাকা মহানগর দক্ষিণ শাখা’র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন: কবি শান্তনা মিঠু। আবৃত্তি পরিবেশন করবেন: সৈয়দ ইসমাত তোহা ও বশিরুল আলম নান্নু সহ অনেকে। উপস্থাপনায়: আসমা মালিহা। পবিত্র কোরআন তেলাওয়াত করেন: মৃদুল ইবনে হোসেন।
‘চারুলতা পদক’-২০২৫ প্রদান করা হয় যারা এবছর পাচ্ছেন তারা হলেন: এস. এম. মাসুদ রানা আতাউর (শিক্ষাসেবা), লিটন হাফিজ চৌধুরী (সুরকার ও সংগীত শিল্পী) , সুলতানা রুবি(সাহিত্যিক) , নাজমা আহমেদ পিংকি (শিশু সাহিত্যিক) , নুরুন নাহার রীনা (কবি ও সাহিত্যিক) ,শামীম মাহমুদ (তরুণ রাজনীতিবিদ), সুরাইয়া কাজী (কবি ও কথাসাহিত্যিক) ,হাসান জাকির (কবি ও কথাশিল্পী) ,চৌধুরী বাগদাদ (সাংবাদিক) ,তরিকুল ইসলাম তরুণ (সাংবাদিক) , দোলন ইমাম (নৃত্যপরিচালক) ।