যৌথ অভিযানে ১০০ রাউন্ড পিস্তলের গুলি এবং স্নাইপার টেলিস্কোপসহ ৫ যুবককে আটক করা হয়েছে।
মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকা থেকে সেনাসদস্য এবং পুলিশ সদস্যদের যৌথ অভিযানে ১০০ রাউন্ড পিস্তলের গুলি এবং স্নাইপার টেলিস্কোপসহ ৫ যুবককে আটক করা হয়েছে। আটক যুবকরা হলেন- মাগুরা শহরের পারনান্দুয়ালী মুন্সীপাড়ার মনজু মোল্যার ছেলে মাফুজ (২১), রবি মিয়ার ছেলে শাকিল (২০), কামাল হোসেনের ছেলে জারিফ (২২), আশিক রহমানের ছেলে তাবিন (২০) এবং আবদুল হালিমের ছেলে বাবুল (২১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে তাদের পারনান্দুয়ালী মুন্সীপাড়া থেকে ১শ রাউন্ড গুলি এবং টেলিস্কোপসহ আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, তারা কী উদ্দেশ্যে কিভাবে এসব সংগ্রহ করেছে সেই বিষয়ে তদন্ত চলছে। তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলে অনেক তথ্য পাওয়া যেতে পারে বলে তিনি জানান।